# নিজস্ব প্রতিবেদক :-
ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলের হামলা ও হত্যাযজ্ঞ বন্ধ, স্থায়ী যুদ্ধ বিরতি এবং ইসরায়েলের যুদ্ধাপরাধের বিচার দাবিতে বাসদ (মার্ক্সবাদী) মানববন্ধন কর্মসূচী পালন করেছে। ২৪ মে শুক্রবার বিকালে হোসেনপুরের গোবিন্দপুর চৌরাস্তায় আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন দলের জেলা কমিটির সমন্বয়ক মো. আলাল মিয়া। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিটির নেতা এবায়দুল ইসলাম, জমির উদ্দিন, কামাল উদ্দিন, মারফত আলী প্রমুখ।
বক্তাগণ বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদের মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রত্যক্ষ ইন্দনে আজ ইসরায়েল নিরস্ত্র ফিলিস্তিনীদের ওপর নির্বিচারে বোমা আর গুলিবর্ষণ করে নারী-শিশু-বৃদ্ধ নানা বয়সের মানুষকে হত্যা করছে। এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার ফিলিস্তিনীদের তারা হত্যা করেছে। বক্তাগণ বিশ্ববাসীকে এর বিরুদ্ধে সোচ্চার হবার জন্য আহবান জানিয়েছেন। সেই সাথে ফিলিস্তিনীদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহবান জানিয়েছেন।