• মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা নদীপাড়ে শরতের কাশফুলে বিমোহিত প্রকৃতিপ্রেমীরা অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতির বিদেশ যাত্রায় ফুলেল শুভেচ্ছা করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ

বিএনপি বহিষ্কার করলেও জনগণ গন্তব্য ঠিক করবেন ………. বহিষ্কৃত প্রার্থী নাজমুল

বক্তব্য রাখছেন চেয়ারম্যান প্রার্থী নাজমুল আলম -পূর্বকণ্ঠ

বিএনপি বহিষ্কার করলেও
জনগণ গন্তব্য ঠিক করবেন
………. বহিষ্কৃত প্রার্থী নাজমুল

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদে আনারস প্রতীকে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল আলম। সম্প্রতি তাঁকে দলের কেন্দ্রীয় কমিটি বহিষ্কার করেছে। এ প্রসঙ্গে নাজমুল আলম বলেছেন, ‘আমি ৪০ বছর ধরে রাজনীতি করি। আর ১১ বছর ধরে সরাসরি জনগণ নিয়ে কাজ করছি। জনগণের চাপে আমি প্রার্থী হয়েছি। দল বহিষ্কার করলেও আমার আগামী দিনের রাজনৈতিক গন্তব্য জনগণই ঠিক করবেন। আমি জনগণের ব্যাপক সমর্থন পাচ্ছি। সার্বিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে আছে বলে মনে করি। প্রশাসনও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে। কাজেই ৮ মের নির্বাচনে আশা করি বিপুল ভোটে জয়ী হবো।’ নাজমুল বলেছেন, ‘বিএনপি দল থেকে আমাকে বহিষ্কার করেছে। অথচ জেলার বিএনপি নেতারা বিভিন্ন এলাকায় গিয়ে ক্যাম্পেইন করছেন যেন কেউ আমাকে ভোট না দেন। তারা মানুষকে ভোট বর্জনের আহবান জানাতে পারতেন। কিন্তু আমাকে ভোট না দেওয়ার কথা বলা মানে তারা আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করছেন।’ নাজমুল আলম ৫ মে রোববার দুপুরে শহরের ফিসারি রোড এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। সদর উপজেলায় অন্য দুই চেয়ারম্যান প্রার্থী আছেন কাপ পিরিচ প্রতীকে বর্তমান চেয়ারম্যান সদর উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মামুন আল মাসুদ খান ও মোটরসাইকেল প্রতীকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন।
ইশতেহারে তিনি দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও জবাবদিহিমূলক উপজেলা পরিষদ গড়ে তোলার ঘোষণা দেন। সদর উপজেলায় একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠাসহ শিক্ষা, কৃষি ও প্রাণিসম্পদ খাতে উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপের লক্ষ্য ঘোষণা করেন। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার ঘোষণা দেন। মাদকমুক্ত সমাজ গঠনে বিভিন্ন কর্মপন্থা ঘোষণা করেন। বিভিন্ন খাতে সুরক্ষা ভাতা নিশ্চিত করা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন। এক পর্যায়ে তিনি তাঁর প্রতীক আনারস হাতে নিয়ে বিজয় চিহ্ন প্রদর্শন করেন। এসময় তাঁর সাথে কর্মী-সমর্থকরাও বিজয় চিহ্ন প্রদর্শন করেন এবং শ্লোগান দেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া, বিএনপি নেতা গোলাম মোস্তফাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *