• মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা নদীপাড়ে শরতের কাশফুলে বিমোহিত প্রকৃতিপ্রেমীরা অনলাইনে কালোবাজারি বেড়েছে কালোবাজারি একই আসন বিক্রি করছে একাধিক যাত্রীর কাছে ১৮ বছর অতিক্রম করায় ২৭ কিশোরী পেলেন সম্মাননা কটিয়াদীতে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি দ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতির বিদেশ যাত্রায় ফুলেল শুভেচ্ছা করিমগঞ্জে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থীর আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি ভৈরবে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পেল দুই হাজারেও অধিক রোগী এনসিপির অপকর্মের দায় এড়াতে ঐক্যের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ অষ্টগ্রামে টেলিকম দোকানে চুরি বাড়ছে ছিনতাই-অপরাধ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভৈরব উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা

# মিলাদ হোসেন অপু :-
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভৈরব উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন হোটেল হাজী রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভৈরব উপজেলা শাখা সভাপতি হাজী মোহাম্মদ মুসা খানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন ভূইয়া, সহ-সভাপতি শহিদুর রহমান, সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান, সহ-সেক্রেটারি আব্দুর রহিম, জাতীয় ইমাম উলামা পরিষদ ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুর রউফ কাসেমী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বক্তারা বলেন, প্রথমত এ দেশে যে কোন সরকার থাকুক না কেন ইসলামী শাসনতন্ত্র না হলে ইসলামী আন্দোলন অব্যহত থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেরাই সরকার গঠন করে দেশে ইসলামী শাসনতন্ত্র তৈরী করতে চাই। এজন্য এই দলটি নির্বাচনে অংশ গ্রহণ করছে। দুনিয়াতে ও আখেরাতে শান্তি ও মুক্তির কথা ভেবেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে নেমেছে। ইসলামী শাসন প্রতিষ্ঠা করতেই দেশে সব পর্যায়ের নির্বাচনে পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করবেন। ইসলামের আদর্শে জীবন পরিচালনা করে আত্মশুদ্ধি তৈরী করে চলতে হবে। তাহলে এ দেশের মানুষের মঙ্গলে কাজ করা যাবে।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করে সকলে একসাথে ইফতারে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *