# রাজন সরকার, পাকুন্দিয়া :-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে স্থানীয় জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ পক্ষের নেতাকর্মীরা। ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর উপজেলা সদরে এ মিছিল করেন তারা। এর আগে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তফসিল ঘোষণার পরপরই উপজেলা সদর ঈদগাহ থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সামাবেশে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, জেলা পরিষদের সদস্য ও সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।
সমাবেশে নেতারা নির্বাচনের আগ পর্যন্ত যে কোন পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আ. হামিদ টিটু, চরফরাদী ইউপি চেয়ারম্যান আ. মান্নান, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস রায়হান উদ্দিন আকন্দ, উপজেলা যুবলীগের আহবায়ক মো. হেলাল উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. এখলাছ উদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন পাপ্পু, জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাছির উদ্দিন প্রমুখ। মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।