# জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-
কিশোরগঞ্জের তাড়াইলে “রুখবো দূর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রদিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২২ পালিত হয়েছে। দূর্নীতি প্রতিরোধ কমিটি তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে এ দিবস পালিত হয়।
শুক্রবার সকাল ১০টায় তাড়াইল উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করেন সহকারী কমিশনার ভূমি মনোনীতা দাস। পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে দুর্নীতি বিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম নুরুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মনোনীতা দাস, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মনোরঞ্জন তালুকদার, তাড়াইল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও প্রেস ক্লাবের সদস্য সচিব জোবায়ের হোসেন খান প্রমূখ।
বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহবান জানান।