ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সংসদের হল রুমে আলোচনা সভা ও কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বিছাস সভাপতি তানভীর আহমেদ আবীর এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব এর সাবেক সভাপতি ও ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব মো.ইফতেখার হোসেন বেনু।
এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান অভি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
প্রতিষ্ঠাকালীন সম্মানিত সদস্য ও জাতীয় পাঠ্যপুস্তক শিক্ষাক্রম বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, মো. রফিকুল ইসলাম, খলিলুর রহমান, শব্বীর আহমেদ বকশী, জাকির হোসেন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সংসদের সম্মানিত সদস্য, কমিটির ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।