চলমান করোনা মহামারি মোকাবেলায় কিশোরগঞ্জের স্বাস্থ্য বিভাগকে এফবিসিসিআই’র সহযোগিতায় জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ দু’টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছে। আজ ১ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এবং সিভিল সার্জন ডা. মো. মুজিুবুর রহমানের কাছে জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলালসহ চেম্বারের অন্যান্য কর্মকর্তাগণ দু’টি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদা ইয়াসমিন, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, এনডিসি মাহমুদুল হাসান, জেলা চেম্বার নেতা খালেকুজ্জামান, এনায়েত করিম অমি, মো. আলাউদ্দিন, ইকবাল আহমেদ, মকবুল হোসেন বকুল, বোরহান উদ্দিন, জহির উদ্দিন সেলিম, দেব দুলাল দাস, মাহবুবুল ইসলাম প্রমুখ।