কিশোরগঞ্জ শহরের সুদক্ষ ভাসমান সবজি বাগানি আল আমিন। কয়েক বছর ধরে এই অভিনব কৃষি প্রযুক্তির সঙ্গে লেগে থেকে তিনি ধারাবাহিকভাবে সাফল্য দেখিয়ে চলেছেন। এখন তিনি এলাকার অন্য কৃষকদের অনুপ্রেরণার উৎস। তার ভাসমান সবজি বাগানও এলাকায় এখন এক আকর্ষণীয় মডেল। তিনি প্রায়ই বাগান থেকে তুলছেন কীটনাশক ও রাসায়নিক সারমুক্ত টাটকা চকচকে শাকসবজি। আজ তুলছেন করলা, তো আগামীকাল তুলবেন ঢেঁরশ, পরদিন তুলবেন ধুন্দল। আবার এর পরদিনই হয়ত তুলবেন মিষ্টি কুমড়া বা পুঁইশাক আর কলমিশাক। প্রায় প্রতিদিনই তিনি ভাসমান বেড থেকে কোন না কোন শাকসবজি তুলছেন আর বাজারে বিক্রি করছেন। শুক্রবার তিনি ভাসমান বেডের মাচা থেকে সাড়ে ৫ কেজি করলা আহরণ করেছেন। তার এসব শাকসবজির চাহিদাও বেশি, দামও খানিকটা বেশি।
কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা কেন্দ্র। এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মহিউদ্দিনের কারিগরি পরামর্শ ও সহযোগিতায় আল আমিন কচুরিপানা দিয়ে নরসুন্দা নদীর ওপর তৈরি করেছেন বেশ কিছু ভাসমান সবজি বেড। এতে তিনি সারা বছরই বিভিন্ন মৌসুমি শাকসবজি উৎপাদন করে একটি অনুকরণীয় নজির স্থাপন করেছেন। কোন কোন বেডের পুরোটা জুড়েই তিনি শাকসবজির বীজ বপন করে একেকটি মিনি ভাসমান সবজি ক্ষেত বানিয়েছেন। মৌসুম অনুযায়ী তাতে উৎপাদিত ঢেঁরশ, লালশাক, পুঁইশাক, পালংশাক, কলমিশাক, বেগুন, টমেটো, মরিচ, পেঁয়াজ ইত্যাদি। আবার কোন কোন বেডের কয়েকটি স্থানে গুচ্ছ আকারে লতানো সবজির বীজ বপন করে এর ওপর মাচা তৈরি করে সেখানে গড়ে তুলছেন দৃষ্টিনন্দন বাগান। এতে কখনও লাও, কখনো চালকুমড়া, কখনও মিষ্টি কুমড়া, কখনও চিচিংগা, কখনও ধুন্দুল, কখনও শশা, কখনও করলা ফলাচ্ছেন। নৌকা নিয়ে মাচার কাছে গেলেই দেখা যাবে নীচে ঝুলে আছে সারি সারি সবজি। এ এক অপরূপ দৃশ্য।
এসব শাকসবজি আবাদের সুবিধা হচ্ছে, তাতে কোন কীটনাশক বা আলাদা রাসায়নিক সার প্রয়োগ করতে হয় না। ফলে এসব শাকসবজি আবাদ যেমন সাশ্রয়ী, এগুলি অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু। আর যাদের জায়গাজমি নেই, তারাও এসব নদী বা ডোবায় কচুরিপানার বেড তৈরি করে শাকসবজি উৎপাদন করতে পারেন। এর ফলে যেমন শাকসবজির উৎপাদন বাড়বে, আবার বেকারত্ব ঘোচাতেও এই পদ্ধতি বিশেষ অবদান রাখতে পারে। আবার বর্ষাকালে যখন বহু শাকসবজির জমি পানিতে তলিয়ে থাকে, তখন ভাসমান বেড শাকসবজি আবাদের অন্যতম ভরসা হতে পারে। শাকসবজির চাহিদা পূরণে এসব ভাসমান বাগান অনন্য অবদান রাখতে সক্ষম। আবার অনেকদিন ব্যবহারের পর এসব বেডের পচা কচুরিপানা ফসলের জমিতে উন্নত মানের জৈব সার হিসেবেও ব্যবহৃত হতে পারে। পুরনো বেড ভেঙে সেখানে আবার নতুন করে কচুরিপানা জমিয়ে নতুন বাগান সৃষ্টি করা হয়। এভাবেই পালাক্রমে বিভিন্ন মৌসুমে নানা জাতের শাকসবজির আবাদ করা যায়।
কৃষি বিজ্ঞানী ড. মো. মহিউদ্দিন জানিয়েছেন, সরেজমিন গবেষণা কেন্দ্রের প্রচেষ্টায় গত কয়েক বছর ধরেই কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় ভাসমান সবজি বাগান জনপ্রিয় হয়ে উঠেছে। সদর উপজেলা ছাড়াও করিমগঞ্জ, হোসেনপুর, পাকুন্দিয়াসহ বিভিন্ন উপজেলায় ভাসমান শাকসবজির আবাদ করা হচ্ছে। ভাল সাফল্য পাওয়ায় নতুন নতুন ভাসমান সবজি চাষী সৃষ্টি হচ্ছে। এর জন্য মাঝে মাঝে প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়। ভাসমান বেডের কৃষি নিয়ে প্রতিনিয়তই গবেষণা চলছে। এসব বেডে চাষাবাদে ফসলের জাত বা ভ্যারাইটির সংখ্যাও দিন দিন বাড়ছে। আর ভাসমান বেডে উৎপাদনও জমির চেয়ে বেশি হয় বলে তিনি জানান।