• শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেন যাত্রী ও পথচারীদের খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ চলমান তাপপ্রবাহে মারা যাচ্ছে খামারের মুরগি স্টুডিওর আড়ালে ছিল ইয়াবা ব্যবসা, মাদকসহ কারবারি আটক ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীকে স্বেচ্ছাসেবকলীগের পূর্ণসমর্থন হোসেনপুরে শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক নাজমুল হক করিমগঞ্জ উপজেলা নির্বাচনে ১৭ জনের মনোনয়ন দাখিল হোসেনপুরে ৩টি বৈদ্যুতিক টান্সমিটার চুরি নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন জনি (মোটরসাইকেল) ও মোকাররম (আনারস) প্রতীকে ভৈরবে মানবতার কল্যাণে সংগঠনের পক্ষ থেকে খাবার পানি ও শরবত বিতরণ যে সমস্ত কাজ করলে আল্লাহর গযব বা অভিশাপ নেমে আসে (শেষ পর্ব); সংকলনে : ডা. এ.বি সিদ্দিক

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জে সরকারি চাকুরিজীবী সমাবেশ

কিশোরগঞ্জ শিল্পকলার সমাবেশে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। -পূর্বকণ্ঠ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে
কিশোরগঞ্জে সরকারি
চাকুরিজীবী সমাবেশ

# মোস্তফা কামাল :-

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা কর্মচারী ফোরামের ব্যানারে প্রতিরোধ সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। আজ ১২ ডিসেম্বর শনিবার সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত সমাবেশে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এহসানুল হক, জেলা বিএমএ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. মাহবুব ইকবাল, স্বাচিপ সভাপতি ডা. দীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক ডা. আনম নৌশাদ খান, বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বাহাদুর আলী, খামারবাড়ির উপ-পরিচালক সাইফুল আলম, পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী প্রমুখ বক্তব্য রাখেন।কিশোরগঞ্জ শিল্পকলা মিলনায়তনের সমাবেশে উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। -পূর্বকণ্ঠ
বক্তাগণ বলেন, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। কাজেই বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা মানেই স্বাধীনতার ওপর হামলা, বাংলাদেশের ওপর হামলা। যারা এসব হামলা এবং বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে বিষোদগার করছে, তারা স্বাধীনতাকেই অস্বীকার করছে। ইসলামের নামে এসব উগ্রতা, নাশকতা আর বিভ্রান্তিকর বক্তব্য বরদাস্ত করা হবে না। বক্তাগণ বলেন, সৌদী আরব, ইরান, তুরস্কসহ বিশ্বের সকল প্রতিষ্ঠিত মুসলিম দেশেই আয়াতুল্লাহ খোমেনি, জালাল উদ্দিন রুমিসহ তাদের জাতীয় মনিষী এবং বিভিন্ন প্রাণীর ভাস্কর্য রয়েছে। পাকিস্তানেও মোহাম্মদ আলী জিন্নাহর ভাস্কর্য রয়েছে। অথচ বাংলাদেশে একটি স্বাধীনতা বিরোধী মহল জাতিরজনকের ভাস্কর্যের বিরোধীতার আড়ালে স্বাধীনতাকেই অস্বীকার করছে। তাদের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ শুরু হয়েছে। গোটা জাতি তাদের বিরুদ্ধে আজ সোচ্চার। একাত্তরে এরা পরাজিত হয়েছে। স্বাধীনতা প্রিয় জনতার কাছে এবারও তাদের পরাজয় অবশ্যম্ভাবী। বক্তাগণ গত ৫ ডিসেম্বর রাতের আঁধারে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা আঘাত হেনেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন। সমাবেশে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার নারী-পুরুষ সমাবেশে অংশ নেন। মিলনায়তন পূর্ণ হয়ে বাইরের বারান্দাসহ রাস্তায় অপেক্ষমান মানুষ বক্তাদের বক্তব্য শোনেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *