• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে তাপদাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, জনজীবন অতিষ্ঠ ভৈরব কৃষকের মাঝে ভুর্তকি মুল্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ রফিকুল ইসলাম মহিলা কলেজ ভৈরবে গরমে বিপর্যস্ত শিক্ষার্থীদের মাঝে শরবত বিতরণ হিটস্ট্রোকে প্রাক্তন ফুটবলারের মৃত্যু ভৈরবে মাজারের খাদেম হত্যা মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ তীব্র তাপদাহে ভৈরবে ডাক বাংলোর কন্ট্রোল রুমে আগুন হোসেনপুরে চাচাকে ছুরিকাঘাতে হত্যা করা ভাতিজা গ্রেফতার পাকুন্দিয়ায় কালেজ ছাত্র শরীফ হত্যার বিচারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ জবরদস্তি প্রসবে পা ভেঙেছে, দোষ হয়েছে সূর্যগ্রহণের বাজিতপুরে পাওয়ার গ্রিড উপকেন্দ্র চালু না হওয়ায় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

কিশোরগঞ্জে আইন সহায়তা সভা, দেশে বিচারক ১৭শ’, মামলা ৩০ লাখ

কিশোরগঞ্জে (ওপরে) বক্তব্য রাখছেন জেলা লিগ্যাল এইড অফিসার সাদিয়া আফসানা রিমা। (নীচে বাম থেকে) কুইজের পুরস্কার নিচ্ছে খাদিজা আক্তার, পূজা বর্মণ ও জেনিয়া আক্তার। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে আইন সহায়তা সভা
দেশে বিচারক ১৭শ’, মামলা ৩০ লাখ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাদিয়া আফসানা রিমা বলেছেন, আমরা সরকারের আর্থিক সহায়তায় লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে দরিদ্র বা অস্বচ্ছল মানুষদের মামলা দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছি। তা না হলে গরিব অসহায় মানুষেরা দীর্ঘসূত্রিতা আর আর্থিক চাপে পড়ে সুবিচার থেকে বঞ্চিত হন। এক্ষেত্রে অনেক অগ্রগতিও আছে। তিনি বলেছেন, দেশে ১৭শ’ বিচারক আছেন। আর বিচারাধীন মামলা আছে ৩০ লাখ। কিশোরগঞ্জসহ সব জায়গাতেই বিচারক সঙ্কট রয়েছে। কাজেই লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে কেবল দরিদ্র মানুষেরা বিনামূল্যে আইনগত সহায়তা পেলেও স্বচ্ছল মানুষেরাও আইনগত পরামর্শ নিতে লিগ্যাল এইড অফিসে যেতে পারেন।
আজ ৭ নভেম্বর শনিবার সকালে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে ‘ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধিতে অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ৬নং ওয়ার্ড মেম্বার জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং বেসরকারি সংস্থার পপি’র জেলা সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, মানবাধিকার আইনজীবী পরিষদে সভাপতি অ্যাডভোকেট গাজী মাহমুদ, জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী অ্যাডভোকেট হামিদা বেগম ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম শামীম।কিশোরগঞ্জে আইন বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেয়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। – পূর্বকণ্ঠ
পপি এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় কিশোরগঞ্জ জেলায় ‘জেন্ডার এন্ড সোস্যাল জাস্টিস প্রোগ্রাম’ শিরোনামে প্রকল্পের আওতায় অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল নারী-পুরুষের ন্যায়বিচার প্রাপ্তিতে কাজ করা হচ্ছে। এই প্রকল্পের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি আরো বলেন, দরিদ্র পরিবারগুলোতে পারিবারিক সহিংসতা অনেক বেশি। করোনাকালে এটা অনেক বেড়েছে। খুন ও ধর্ষণের মত মামলা আপোষযোগ্য নয়। কিন্তু আপোষযোগ্য মামলা আপোসে যে কেউ লিগ্যাল এইড কার্যালয়ের সাহায্য নিতে পারেন। বছরে যেসব সাধারণ মানুষের আয় এক লাখ টাকার নীচে, বা যেসব মুক্তিযোদ্ধার আয় বছরে দেড় লাখ টাকার নীচে, তারা লিগ্যাল এইড কার্যক্রমের আওতায় বিনামূল্যে আইনগত সহায়তা পাবেন। আইনজীবীর ফি, ওকালতনামা এবং সহিমুড়ি নকল ওঠানো থেকে শুরু করে মামলা সংক্রান্ত কোন কাজেই এসব বিচার প্রার্থীদের একটি টাকাও খরচ করতে হবে না। সুপ্রীম কোর্টেও লিগ্যাল এইড কমিটি আছে। অস্বচ্ছল মানুষেরা সেখানে আপীল মামলা পরিচালনার ক্ষেত্রেও সহায়তা পাবেন। প্যানেল আইনজীবীরা এসব মামলা পরিচালনার জন্য খুব ভাল অঙ্কের টাকা না পেলেও মামলাগুলো অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পরিচালনা করেন। তিনি আরো বলেন, লিগ্যাল এইড কার্যালয় অস্বচ্ছল বিচার প্রার্থীদের বিনামূল্যে ৫টি সেবা দিয়ে থাকে- মিমাংসা সভা, বিনামূল্যে সহিমুড়ি নকল সরবরাহ করা, আইনগত পরামর্শ প্রদান, ডিএনএ পরীক্ষাসহ প্রয়োজনীয় খরচ বহন করা এবং পলাতক আসামিদের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা। কেউ লিগ্যাল এইড কার্যালয়ে যাওয়ার পদ্ধতি না জানলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সহায়তা নেয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। তিনি বাল্যবিয়ে পরিহার করার জন্যও সকলের প্রতি আহবান জানিয়ে বলেছেন, পারিবারিক মামলার অধিকাংশই বাল্যবিয়ের করুণ পরিণতির কারণে হয়। আর অনেকে কোর্ট ম্যারেজের নামে বাল্যবিয়ে জায়েজ করার চেষ্টা করেন উল্লেখ করে প্রধান অতিথি বলেন, আইনে কোর্ট ম্যারেজের কোন আইনী ভিত্তি নেই। অনেক নোটারি পাবলিক টাকার বিনিময়ে এসব কাজ করে থাকেন। যে কারণে কিশোরগঞ্জের তিনজন নোটারি পাবলিকের সনদ বাতিল করা হয়েছে।
মতবিনিময় সভাশেষে এলাকার লতিবাবাদ হাইস্কুল এবং জিয়াউদ্দিন স্কুল এন্ড কলেজের ছাত্রীদের নিয়ে আইনগত নানা বিষয় ও বিচার বিভাগসহ এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপর একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় লতিবাবাদ হাই স্কুলের নবম শ্রেণির তিন ছাত্রী খাদিজা আক্তার, পূজা বর্মণ ও জেনিয়া আক্তার যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। তাদের হাতে প্রধান অতিথি পুস্কার হিসেবে বই তুলে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *