• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন |
  • English Version

বন্ধের দিন শুক্রবারও কিশোরগঞ্জ শহরের রাস্তায় দুঃসহ যানজট

বন্ধের দিন শুক্রবারও কিশোরগঞ্জ
শহরের রাস্তায় দুঃসহ যানজট

# মোস্তফা কামাল :-

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ দু’দিন অফিস আদালত বন্ধ থাকে বলে জেলার অন্যান্য উপজেলার লোকজন তেমন জেলা শহরে আসেন না। আর শুক্রবার তো শহরের দোকানপাটও বন্ধ থাকে। ফলে এদিন শহরের লোকজনও ঘরের বাইরে কমই বের হন। বিশেষ করে মহিলারা তো এদিন ঘরেই থাকেন। তার পরও শুক্রবারের বন্ধের দিনও শহরবাসীর শান্তি নেই। রাস্তায় তীব্র যানজট। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে তীব্র যানজট দেখা গেছে। বিশেষ করে স্টেশন রোডে ছিল দুঃসহ যানজট। এর একটি অন্যতম কারণ হচ্ছে প্রাইভেট ক্লিনিক। স্টেশন রোডে অন্তত ১০টি ক্লিনিক রয়েছে। এসব ক্লিনিকের সামনে অটোরিক্সা, সিএনজি আর ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখার কারণেই মূলত এই যানজটের সৃষ্টি। দুপুরে রাস্তা খানিকটা ফাঁকা হলেও দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আবার যানজট শুরু হয়। প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে বার বার এ বিষয়ে সতর্ক করা হলেও কাজ হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *