• সোমবার, ২০ মে ২০২৪, ০১:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

কিশোরগঞ্জের হাওরে করোনা আর দুর্ঘটনায় ভ্রমণ নিষিদ্ধ

হাওরের বুকে দৃষ্টিনন্দন সেতু। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের হাওরে করোনা
আর দুর্ঘটনায় ভ্রমণ নিষিদ্ধ

# মোস্তফা কামাল :-

করোনা সংক্রমণের আশঙ্কা আর কয়েকটি সলিল সমাধির দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে কিশোরগঞ্জের হাওরে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। বর্ষাকালে হাওরের অপরূপ সৌন্দর্য আর সাগরসম হাওরের বুকের ওপর নির্মিত সুদীর্ঘ সড়ক ও কয়েকটি দৃষ্টিনন্দন সেতু কয়েক বছর ধরে কিশোরগঞ্জের বাইরের রাজধানীসহ বিভিন্ন জেলার ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করছে। তারা শত শত মোটরসাইকেল আর বিভিন্ন যানবাহন নিয়ে চলে আসেন হাওর উপকূলের নিকলীর বেড়িবাঁধ আর করিমগঞ্জের বালিখলা এবং চামড়া নৌবন্দরে। সেখান থেকে তারা মোটরসাইকেলসহ বিভিন্ন নৌযানে চড়ে গভীর হাওর দর্শনে যান। কিন্তু তাদের অনেকেই সাঁতার জানেন না। যে কারণে প্রতি বছরই পানিতে পড়ে গিয়ে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে। এবারও ঘটেছে। এছাড়া এখন করোনা মহামারি চলছে। কিন্তু ভ্রমণ পিপাসুদের যেন সেদিকে কোন ভ্রুক্ষেপই নেই। নেই মাস্ক পরার বালাই, নেই নিরাপদ দূরত্ব মেনে চলার বালাই। ফলে এসব কারণে গত ১২ জুলাই রোববার জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় এবছর এ ধরনের হাওর ভ্রমণ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এর প্রেক্ষিতে নিকলী এবং করিমগঞ্জে হাওরের প্রবেশ পথে পর্যটকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। রাস্তায় বাঁশের ব্যারিকেড দিয়ে মাইকিং করে প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ।

ভরা বর্ষায় অথৈ হাওরের চেহারা। – পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *