# নিজস্ব প্রতিবেদক :-
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৯ মে বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও সাপ্তাহিক গণবাংলা’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, সাবেক এমপি স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির, বঙ্গমাতা পরিষদের সাধারণ সম্পাদক এম আনিসুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মো. সুমন সরদার, সাধারণ সম্পাদক এম এ বাশার, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য আনিসুর রহমান খোকন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রলীগ নেতা ওমর ফারুক রায়হান, বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহবুব হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম-সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন।