# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার হয়েছে। আজ ১৯ মে রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
এতে আলোচনা করেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক জেলা স্বাচিপ সভাপতি ডা. দীন মোহাম্মদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, জেলা চেম্বারের সহসভাপতি হাফেজ খালেকুজ্জামান, সমকাল প্রতিনিধি মোস্তফা কামাল, জেলা চেম্বারের পরিচালক আনোয়ার হোসেন বাচ্চু, ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দিলু, জেলা মহিল পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, ক্যাব সদস্য বিলকিস বেগম, কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধরণ সম্পাদক মাসুদুজ্জামান, মাদ্রাসা শিক্ষক সামিউল হক মোল্লা প্রমুখ।
সেমিনারে বক্তাগণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের হাতবদলের প্রতিটি পর্যায়ে মনিটরিং করার ওপর জোর দিয়েছেন। তারা কোন কারণ ছাড়াই আলু, ডিমসহ বিভিন্ন পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন। বক্তাগণ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ করার ওপরও গুরুত্বারোপ করেছেন। নিয়মিত বাজার তদারকির ওপরও জোর দিয়েছেন।