দরিদ্র শিশুদের হাতে নতুন টাকা তুলে দেওয়া হচ্ছে -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার ২২ উপজেলায় এনআরবিসি ব্যাংক ঈদ সেলামি হিসেবে দরিদ্র শিশুদের মাঝে নতুন টাকা বিতরণ করেছে। কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান সবুজ জানিয়েছেন, প্রতি ঈদেই তারা দরিদ্রদের জন্য নতুন টাকা বিতরণের কার্যক্রম পরিচালনা করেন। এবার দুই জেলার ২২ উপজেলার আড়াই হাজার দরিদ্র শিশুর হাতে ৫০ হাজার টাকার নতুন নোট তুলে দিয়েছেন।
এ ছাড়াও তারা বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছেন বলে জানিয়েছেন রাকিবুল হাসান সবুজ। বিশেষ করে স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে গ্রাহক সেবার ক্ষেত্রে বিভিন্ন উদ্ভাবনী কর্মপদ্ধতির সূচনা করেছেন।