• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে স্ত্রী হত্যায় কারারক্ষীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে স্ত্রী হত্যায়
কারারক্ষীর মৃত্যুদণ্ড

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের আদালতে স্ত্রীকে যৌতুকের জন্য হত্যার দায়ে কারারক্ষী স্বামীর মৃত্যুদণ্ড ও একলাখ টাকা অর্থদণ্ড হয়েছে। আজ ২০ জুলাই বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের ১নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় প্রদান করেন। এসময় আসামি খাইরুল ইসলাম (২৮) আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। খাইরুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাইচাইল এলাকার আব্দুল মজিদের ছেলে। ঘটনার সময় তিনি কিশোরগঞ্জ কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, খাইরুলের সঙ্গে ২০১৮ সালে কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার দুবাই প্রবাসী আব্দুল মান্নানের মেয়ে রোমা আক্তারের (২২) বিয়ে হয়েছিল। বিয়ের পর তারা কারাগারের কোয়ার্টারে বসবাস করতেন। বিয়ের পর থেকেই রোমাকে যৌতুকের জন্য নির্যাতন করা হতো। ফলে বিয়ের ৬ মাস পর খাইরুলকে ৩ লাখ টাকা যৌতুক দেয়া হয়। এরপর মোটরসাইকেল কেনার জন্য আরও দুই লাখ ৮০ হাজার টাকা দাবি করেন। এতে রোমা রাজি না হওয়ায় ২০২০ সালের ২২ ডিসেম্বর মধ্যরাতে রোমাকে মারধর করে বিষ খাইয়ে দেয়া হয়। রোমা অসুস্থ হয়ে পড়লে খাইরুল তার শ্বাশুড়ি ছিনু বেগমকে ফোনে জানালে তিনি সকালে এসে রোমাকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু খাইরুলের বাধার মুখে এখান থেকে রোমাকে নিয়ে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হলে ২৬ ডিসেম্বর মেয়েকে বাড়ি নিয়ে যান। কিন্তু ২৯ ডিসেম্বর আবারও অসুস্থ হয়ে পড়লে রোমাকে নিয়ে তার মা দুপুরে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিক্যালে রওনা হন। পথেই বিকাল সাড়ে ৪টায় রোমা মারা যান। এরপর লাশ নিয়ে তিনি কিশোরগঞ্জ সদর থানায় গেলে ময়না তদন্ত করানো হয়। সেই সাথে ৩০ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে খাইরুলের বিরুদ্ধে মামলা (মামলা নং ৩৩) রুজু করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জয়নাল আবেদীন ২০২১ সালের ৩১ জুলাই আদালতে অভিযোগপত্র দেন। বৃহস্পতিবার মামলার রায় ঘোষিত হয়েছে। মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পিপি এমএ আফজল, আসামি পক্ষে ছিলেন সহিদুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *