# সোহেলুর রহমান :-
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ভৈরবে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, কোরআন খতম, কালো ব্যাজ ধারণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. শরীফুল আলম বলেন, জীবিত বেগম খালেদা জিয়ার চেয়ে মৃত বেগম খালেদা জিয়া অনেক শক্তিশালী। কারণ তাঁর জানাযার মাধ্যমে দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে। তিনি ছিলেন আপোষহীন নেত্রী। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সাথে তিনি আপোষ করেননি বিধায় তাকে জেলে যেতে হয়েছে। জেলের কঠুরিতেতাঁর উপর অমানবিক নির্যাতন হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে আদালতে হাজির করার সময় তাকে দুর্বল করার জন্য তাঁর ২ ছেলেকেও নিয়ে যেতো আদালতে। তারপরও তাদের অন্যায় প্রস্তাবে তাদের সাথে তিনি আপোষ করেননি। তিনি দেশের মানুষকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন বলে দেশ ছেড়ে যাননি। তাঁর ২ ছেলেকে নিমর্মম নির্যাতন করা হয়েছে। নির্যাতনে ১ পুত্র মারা গেছে তবুও তিনি আপোষ করেননি। জিয়া পরিবারের উপর অমানুষিক নির্যাতন হয়েছে।
তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার জেলের ভিতর তাকে স্লো পয়জন দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। যে কারণে কোন ঔষধ তাঁর বডিতে কাজ করেনি। আজ ফ্যাসিস্ট হাসিনা ও তাঁর মন্ত্রীরা পৃথিবীর কোন দেশে ঠাঁই পাননি। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার ও শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি মো. সাইফুল হক, পৌর বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান প্রমুখ।