# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে এক আওয়ামী লীগ নেতা এক বছরের মাথায় আবারও গ্রেপ্তার হলেন। তিনি পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মোতায়েম হোসেন স্বপন। তাকে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একটি সংঘর্ষের মামলায় বুধবার রাতে চরপাকুন্দিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তিনি ২০২৪ সালের ১৬ ডিসেম্বর গভীর রাতে শহীদ স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন কারাভোগ করেন।
গত ২০২৪ সালের ১৭ আগস্ট পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের তালতলি এলাকায় আওয়ামী লীগ ও বিএনিপর মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত শামীম মিয়া বাদী হয়ে পাকুন্দিয়া থানায় ৭৬ জনের নামে ও ১৫০ থেকে ২০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছিলেন। সেই মামলায় মোতায়েম হোসেন স্বপনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।