# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইলহাম অটো রাইস মিলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মিলের বৈদ্যুতিক তারসহ কিছু সরঞ্জাম পুড়ে গেলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
আজ ২ নভেম্বর রোববার সকাল আনুমানিক ৭টার দিকে কুলিয়ারচর বাজার হতে বাজরা বাসস্ট্যান্ড সড়কের পাশে অবস্থিত ইলহাম অটো রাইস মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মিলের কার্যক্রম চলমান অবস্থায় হঠাৎ বৈদ্যুতিক লাইনে ওভার ভোল্টেজের কারণে তার গরম হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই মিলের ভিতরে আগুনে বৈদ্যুতিক তার পুড়ে আতঙ্ক সৃষ্টি হয় শ্রমিকদের মাঝে।
পরে মিলের শ্রমিকরা দ্রুত আগুন নির্বাপণ যন্ত্র ফায়ার ইনভেস্টিগেটর ব্যবহার করে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উপস্থিতিদের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
ইলহাম অটো রাইস মিলস লিমিটেড এর সিও দেবাশীষ মৈত্র বলেন, অগ্নিকাণ্ডে মিলের বৈদ্যুতিক তার সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ অগ্নিকাণ্ডে কোনো বড় ধরণের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেনি।
কুলিয়ারচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দায়িত্বপ্রাপ্ত ইলিয়াস ভূঁইয়া জানান, সম্ভবত ওভার ভোল্টেজের কারণে বৈদ্যুতিক তার শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।