# এম.আর রুবেল :-
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে বাঁশ দিয়ে ব্যারিকেট দিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় মোড়ে দেড় ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ছাত্র জনতা।
২৬ অক্টোবর রোববার সকাল ১০টায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুর্জয় মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা এবং সাড়ে ১০টায় ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশসহ ভৈরব শহরের প্রবেশ দ্বার ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ব্লকেড করেন তারা।
অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়ক, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ২৮টি রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয়পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে ব্লকেড কর্মসূচিতে ছাত্র জনতার সঙ্গে একাত্নতা জানিয়ে সকালে আন্দোলনে অংশ নেন উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অবরোধ চলাকালে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। এছাড়াও বিভিন্ন কলেজের পাশাপাশি হাইস্কুলের ছাত্রদেরকেও অংশ নিতে দেখা যায় এ আন্দোলনে।
অবরোধ চলাকালে ভৈরব সার্কেলের এএসপি নয়ন আহমেদ ও ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানীর নেতৃত্বে ভৈরব থানা পুলিশ সতর্ক অবস্থানে ছিলেন।
এছাড়াও উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন সর্তক অবস্থানে থাকতে দেখা গেছে।
কমলপুর হাজী জহির উদ্দিন হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র লাবিব জানান, ভৈরবকে জেলার দাবিতে যোগ দিতে সহপাঠীদের নিয়ে দুর্জয় মোড়ে আন্দোলনে এসেছি। আমরা চাই জেলা হোক।
বাঁশগাড়ি জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র রায়হান জানান, জেলার ঘোষণা দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছি। ব্লকেড কর্মসূচি পালন করতে বাঁশ দিয়ে ব্যারিকেট দিয়েছি যানবাহন যেন চলতে না পারে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, আমরা জেলা আন্দোলনের পক্ষে আছি। অন্তবর্তীকালীন সরকারের আমলে আন্দোলন করেও কোন ফায়দা হবে না যতক্ষণ দলীয় সরকার ক্ষমতায় না আসবে।
ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক খায়রুল ইসলাম পাভেল বলেন, বহু বছর ধরে ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে সর্বস্তরের মানুষের আন্দোলনের ফলে ভৈরবকে ৬৫তম জেলা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হলেও পরবর্তীতে সরকার কোনো উদ্যোগ নেয়নি। আজ আমরা জেলার দাবিতে মাঠে নেমেছি, ঘোষণা আসা না পর্যন্ত মাঠে আন্দোলন চালিয়ে যাবো।
এই আন্দোলনে অন্যান্যদের মধ্যে অংশ নেন উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি সাইফুল হক, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবদল নেতা আলহাজ্ব আল মামুন, ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুল, মওলানা শাহরিয়ার, গণঅধিকার পরিষদ নেতা ইমতিয়াজ আহমেদ কাজল, গোলাম মহিউদ্দিন, মুহাম্মদ জুনায়েদ, মুহাম্মদ ফাহিম, মুহাম্মদ আবির প্রমুখ।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, জেলার দাবিতে দুর্জয় মোড়ে এক ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। আন্দোলন চলাকালীন সময়ে আমরা সর্বোচ্চ সতর্ক ছিলাম কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। জেলার দাবীতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন হয়েছে।
ভৈরব আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা নিরবিচ্ছিন্নভাবে মনিটরিং করেছি। যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এ বিষয়ে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করেছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, কিশোরগঞ্জের নেতা সৈয়দ আশরাফুল ইসলাম, বাজিতপুরের নেতা আফজাল ও নরসিংদীর নেতা রাজিউদ্দিন রাজুর ষড়যন্ত্রের কারণে ভৈরব জেলা হয়নি। ২০০৯ সালে প্রস্তাবিত জেলা হওয়ার পর ভৈরবের কিছু সুবিধাভোগী ও আওয়ামী দোসরদের কারণে ভৈরব জেলা হয়নি। তবে ইদানিং অন্তর্ভর্তীকালীন সরকার দেশে নতুন করে বিভাগ ঘোষণা দেয়ার প্রজ্ঞাপন জারি করেছে৷ এই সরকার যদি বিভাগ দিতে পারে তাহলে ভৈরবকেও জেলা দিতে পারবে।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভৈরব হয়ে ঢাকায় গ্যাস যায়, ভৈরব হয়ে বিদ্যুৎ যায়। আজকে সড়ক অবরোধ করা হয়েছে। আগামীদিন গ্যাস বিদ্যুৎ বন্ধ করে ঢাকা অচল করে দেয়া হবে। আজকে দুই ঘণ্টা সড়ক অবরোধ করা হয়েছে। আগামীদিন অনির্দিষ্টকালের জন্য সড়কপথ বন্ধ করে দেয়া হবে। ঘোষিত কর্মসূচি হিসেবে ২৭ অক্টোবর রেলপথ ও ২৮ অক্টোবর নৌপথে অবরোধ কর্মসূচি পালন করা হবে। এসময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে ভৈরববাসীর দাবি মেনে নিয়ে জেলা ঘোষণার দাবি জানান।