# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুরের গোবিন্দপুর ইউনিয়নের পান চাষীরা পানের নিম্নমূল্য নিয়ে হতাশ। তারা পরিশ্রম করে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করে পানের বরজ তৈরি করেছেন। কিন্তু বাজারে পানের দাম নেমে এসেছে ১০ শতাংশে। ৩০০ টাকা বিড়ার পান বিক্রি হচ্ছে ৩০ টাকা। এ নিয়ে পান চাষীরা ২২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় গোবিন্দপুর বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।
বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন সংগঠনের জেলা শাখার সভাপতি আলাল মিয়া, সাধারণ সম্পাদক এবায়দুল ইসলাম, কৃষক নেতা জমির বেপারি, পান চাষী বুলবুল মিয়া, হেলাল মিয়া, সুমন মিয়া, কামাল উদ্দিন, মজনু মিয়া প্রমুখ। বক্তাগণ পানের নিম্নমূল্যে উদ্বেগ প্রকাশ করে বলেন, এবার পান চাষ করে চাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকার যদি তাদের অনুদান না দেয়, তাহলে তারা পথে বসবেন। বক্তাগণ সরকারি অনুদানের পাশাপাশি সিন্ডিকেটের কারসাজির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।