# নিজস্ব প্রতিবেদক :-
বাল্যবিয়ে প্রতিরোধে বেসরকারি উন্নয়ন সংস্থা পপির উদ্যোগে নিকলীতে স্কুল পর্যায়ে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। মালালা ফান্ডের সহায়তায় পপির এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক (ইসিএন) এ কার্যক্রম পরিচালনা করে।
পপি প্রকাশিত ‘বাল্যবিবাহ প্রতিরোধ এডভোকেসি টুলকিটস’ এর আলোকে ২১ সেপ্টেম্বর রোববার এ সেশনগুলো পরিচালিত হয়। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে দলগত কাজ ও উপস্থাপন, বক্তৃতা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেশনটি প্রাণবন্ত হয়ে ওঠে। সেশন পরিচালনা করেন পপির ইসিএন প্রকল্পের দুই কর্মকর্তা মিনা আক্তার ও তৌহিদা আক্তার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী।
তিনি তার বক্তৃতায় বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করে তোলা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
পপির জেলা সমন্বয়কারী মুহাম্মদ ফরিদুল আলম জানান, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু তথ্যপ্রাপ্ত হবে তাই নয়, বরং তারা নিজেরাই বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হতে উদ্বুদ্ধ হচ্ছে।