# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে স্ত্রীর বড় ভাই ও তাঁর পরিবারের সদস্যদের হাতে খুন হয়েছে ছোট বোনের জামাই ওমর সানি (২৮)। এ ঘটনায় সজল মিয়া (২৩) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি ওমর সানির স্ত্রী কোহিনুর এর বড় ভাই ও উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লারচরের হুমায়ুন মিয়ার ছেলে। পরে পুলিশ সজলকে ছোট বোন জামাইকে হত্যার দায়ের কারণে আদালতে ৩ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। থানা হাজতে রিমান্ডে থাকা সজল মিয়া পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার এসআই শক্তি মৃধা। নিহত যুবক একই এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে ওমর সানি (২৮)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২ বছর আগে উপজেলার পানাউল্লারচর গ্রামের হুমায়ুন মিয়ার মেয়ে কোহিনুর এর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় একই উপজেলার শম্ভুপুর এলাকার করিম মিয়ার ছেলে ওমর সানি। কোহিনুর ও ওমর সানি তাঁরা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন। ওমর সানি বাবা তাদের পরিবার নিয়ে পানাউল্লাচরে বাড়ি করে সেখানেই থাকতে থাকেন। এদিকে বিয়ের পর থেকে ওমর সানি ও কোহিনুরের সাথে নিয়মিত কলহ চলছিল। এর জের ধরে গত ৩০ মার্চ শ্বশুর বাড়ির লোকদের সাথে ওমর সানির দুপুরে বাকবিতণ্ডা হয়। রাতে স্ত্রীর বড় ভাই সজল মিয়াসহ তাঁর পরিবারের লোকজন জামাই ওমর সানির উপর হামলা করে গুরুত্বর আহত করে। এ সময় ওমর সানির পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে এ ঘটনায় আহতের মা আছমা বেগম বাদী হয়ে আহত ওমর সানির শ্বশুর হুমায়ুন মিয়া (৪৯), সজল মিয়া (২৩), উজ্জ্বল মিয়া (২৬) ও তোফাজ্জল মিয়া (১৩) কে আসামি করে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর ৩ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ওমর সানির মৃত্যু হয়। মৃত্যুর পর অভিযোগটি হত্যা মামলায় রূপ নেই। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।
ভৈরব থানা পুলিশ ৯ জুন মামলার প্রধান আসামি সজল মিয়াকে মুন্সিগঞ্জের সিরাজদী খান এলাকা থেকে গ্রেপ্তার করে ভৈরব থানায় নিয়ে আসে। পরে সজলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করলে এবং রিমান্ড চাওয়া হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। ২৪ জুন মঙ্গলবার রিমান্ডের জন্য সজলকে ভৈরব থানায় আনা হয়।
এ বিষয়ে ভৈরব থানার এসআই শক্তি মৃধা বলেন, ২৪ জুন মঙ্গলবার সজল মিয়াকে থানায় আনা হলে রিমান্ডে সে তার বোন জামাইকে কুপিয়ে হত্যার বিষয়টি স্বীকার করে। তার দেয়া তথ্য মতে বোন জামাইকে কুড়াল দিয়ে কোপানোর কাজে ব্যবহৃত কুড়াল ও ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়। এছাড়াও এ ঘটনায় পলাতক অন্যান্য আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।