# নিজস্ব প্রতিবেদক :-
পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় পপি কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন মঙ্গলবার সকাল ১১টার দিকে ভৈরব উপজেলার জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীবৃন্দ, যুব নারী পুরুষ, প্রবীণ নারী পুরুষ এবং ১৪৪টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে উক্ত মেলায় বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। ইভেন্টগুলির মধ্যে মেরাথন দৌড়, সাইকেল র্যালি, ১০০ মিটার ও ৫০ মিটার দৌড়, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, গান।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ক্রীড়াবিদ, বিশিষ্ট শিল্পী ও বিশিষ্ট সাংবাদিক ক্যাটাগরিতে দৈনিক পূর্বকণ্ঠকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার সেরা মেন্টরদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
মেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফরিদুল হাছান টুটুল, বিশিষ্ট সমাজসেবক মো. লাল মিয়া, মজিবুর রহমান, আবু তাহেরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন, প্রবৃদ্ধি প্রকল্পের প্রধান সমন্বয়কারী ফেরদৌস আলম ও সহকারী সমন্বয়কারী বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুল মতিন সরকার।