# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ৬ আসামিসহ ১০ জন ছিনতাইকারী ও ডাকাত আটক করেছে থানা পুলিশ। ৩১ মে শনিবার রাতভর বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী।
ডাকাতি প্রস্তুতিকালে আটককৃতরা হলো, পৌর শহরের পঞ্চবটি পুকুর পাড় এলাকার আলামিন মিয়ার ছেলে আশিক মিয়া (১৯), একই এলাকার বাবুল মিয়ার ছেলে বায়েজিদ (২৪), মো. উজ্জ্বল মিয়ার ছেলে দিলু হোসেন (১৯), ভৈরবপুর উত্তর পাড়া এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে মো. রকিব মিয়া, ঘোড়াকান্দা এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে মো. লিয়াস (২৪) ও ভৈরব বাজারের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে মো. অলিন্দ (১৯)। এছাড়া মধ্যরাতে সন্দেহভাজন চলাফেরায় আরো চারজনকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। তারা হলো, শহরের পঞ্চবটি বৌ বাজার এলাকার আলী হাসনাত দিপু মিয়ার ছেলে দুর্জয় (২১), চণ্ডিবের এলাকার হোসেন মিয়ার ছেলে শরিফ মিয়া (১৯), মহেশপুর এলাকার গোলাম হোসেনের ছেলে বরকত উল্লাহ (২৫) ও কমলপুর এলাকার তারা মিয়ার ছেলে মিদুল (২২)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবে বেড়ে যাওয়া ছিনতাই প্রতিরোধে পুলিশ শহরজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছেন। পবিত্র ইদুল আযহা উপলক্ষে মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেদিকে খেয়াল রেখে পুলিশ তৎপর রয়েছে। ৩১ মে শনিবার রাত আড়াইটায় শহরের পঞ্চবটি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়াও রাত ৩টায় সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর পাশে বৈশাখী মেলার মাঠ থেকে ৩ জন ও বাসস্ট্যান্ড এলাকা থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ভৈরবে ছিনতাইকারীর সংখ্যায় বেশি হলেও প্রতিদিনই কোন না কোন ছিনতাইকারী পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছে। তবে তারা দ্রুত সময়ের মধ্যে জামিনে চলে আসে যা দুঃখজনক। ভৈরবের পুলিশ যে কোনো অপরাধ নির্মূল করতে তৎপর রয়েছে। ছিনতাই স্পট সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকার বৈশাখী মেলার মাঠ, নাটাল মোড়, বাসস্ট্যান্ড এলাকা ও পঞ্চবটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতিকালে ৬ জন ডাকাত ও সন্দেহভাজন ৪ জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সন্দেহভাজন ৪ জনই ছিনতাইয়ের সাথে জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ৩১ মে শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।