# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে নবী হোসেন নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৪ মে) সকাল সাড়ে সাতটায় পৌর শহরের কমলপুর আলহাজ মিয়ার গ্যারেজে চার্জ থেকে অটোরিকশার ব্যাটারি খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুর আড়াইটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত অটোরিকশা চালক নরসিংদীর বেলাবো থানার সল্লাবাদ গোবিন্দপুর এলাকার দ্বীন ইসলাম মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা পুলিশের এসআই তন্ময় মন্ডল।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ৪ মে সকাল ৬টায় বাড়ি থেকে বের হয়ে ভৈরবে অটোরিকশা চালাতে আসেন নবী হোসেন। কমলপুর আলহাজ মিয়ার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে ভৈরবে ভাড়ায় চালাতো সে। সকাল সাতটায় গ্যারেজ থেকে অটোরিকশা বের করতে চার্জ থেকে অটোরিকশার ব্যাটারি খুলতে গিয়ে নবী হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে নিহতের বোন জামাই বাবুল মিয়া বলেন, অভাবের সংসারের আর্থিক স্বচ্ছতা ফেরাতে অটোরিকশা চালাতে ভোরবেলা বাড়ি থেকে বের হয়ে ভৈরবে যায় নবী হোসেন। সকাল পৌঁনে আটটায় লোক মাধ্যমে খবর পায় নবী হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। নবী হোসেনের পরিবারে স্ত্রীসহ ৬ বছর, ৪ বছর ও দেড় বছরের তিন কন্যা সন্তান রয়েছে। অসহায় পরিবারের এখন কি হবে। পরিবারটিকে না খেয়ে মরতে হবে। এমনিতেই অভাবের সংসার আবার তিন মেয়ে নিয়ে কি ভাবে চলবে তার স্ত্রী।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশের এসআই তন্ময় মন্ডল বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।