• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নবীনগর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত ইসলামের দৃষ্টিতে তাপপ্রবাহ ও আমাদের করণীয় : সংকলনে- ডা. এ.বি সিদ্দিক করিমগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনে আহত শহীদুল থাইল্যান্ডে প্লাস্টিক সার্জারি শেষে ফিরেছেন দেশে আবারও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভৈরব পৌরসভার পক্ষ থেকে ৫ হাজার মাস্ক বিতরণ মারাত্মক ভাবে ছড়িয়ে পড়েছে স্ক্যাবিস, কেন গণহারে সবাই আক্রান্ত হচ্ছে এবং চিকিৎসায় নির্মূল করা যাচ্ছে না তার কারণ এবং করণীয় সম্পর্কে জানুন ৫ রাজাকারের হত্যাকারী দুঃসাহসী বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নবীনগরে ব্রিজ ভেঙে গভীর গর্ত, ঝুঁকিতে যানচলাচল ভৈরবে কালনী এক্সপ্রেস ট্রেনে যাত্রী হয়রানীর অভিযোগে ৬ জন গ্রেপ্তার হোসেনপুর দলিল লেখক সমিতির সভাপতি হুমায়ুন, সম্পাদক সুমন, কোষাধ্যক্ষ মাহবুব

চার্জ থেকে অটোরিকশার ব্যাটারি খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটো চালকের মৃত্যু

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে নবী হোসেন নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৪ মে) সকাল সাড়ে সাতটায় পৌর শহরের কমলপুর আলহাজ মিয়ার গ্যারেজে চার্জ থেকে অটোরিকশার ব্যাটারি খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুর আড়াইটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত অটোরিকশা চালক নরসিংদীর বেলাবো থানার সল্লাবাদ গোবিন্দপুর এলাকার দ্বীন ইসলাম মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা পুলিশের এসআই তন্ময় মন্ডল।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ৪ মে সকাল ৬টায় বাড়ি থেকে বের হয়ে ভৈরবে অটোরিকশা চালাতে আসেন নবী হোসেন। কমলপুর আলহাজ মিয়ার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে ভৈরবে ভাড়ায় চালাতো সে। সকাল সাতটায় গ্যারেজ থেকে অটোরিকশা বের করতে চার্জ থেকে অটোরিকশার ব্যাটারি খুলতে গিয়ে নবী হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে নিহতের বোন জামাই বাবুল মিয়া বলেন, অভাবের সংসারের আর্থিক স্বচ্ছতা ফেরাতে অটোরিকশা চালাতে ভোরবেলা বাড়ি থেকে বের হয়ে ভৈরবে যায় নবী হোসেন। সকাল পৌঁনে আটটায় লোক মাধ্যমে খবর পায় নবী হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। নবী হোসেনের পরিবারে স্ত্রীসহ ৬ বছর, ৪ বছর ও দেড় বছরের তিন কন্যা সন্তান রয়েছে। অসহায় পরিবারের এখন কি হবে। পরিবারটিকে না খেয়ে মরতে হবে। এমনিতেই অভাবের সংসার আবার তিন মেয়ে নিয়ে কি ভাবে চলবে তার স্ত্রী।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশের এসআই তন্ময় মন্ডল বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *