• শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন করলেন পৌর প্রশাসক ফিসারি দখল ও হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন ছেলেদের রক্তের ওপর দাঁড়িয়ে পুরনো রাজনীতি করতে দিব না ……… হাসনাত কাইয়ুম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছেন পাকুন্দিয়ার রাসেল ভৈরবে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী ভৈরবে নাশকতা চেষ্টার অভিযোগে একজন আটক, থানায় সোপর্দ ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ভৈরব দিয়ে যান চলাচল বন্ধ, চলেছে ব্যক্তিগত গাড়ি ও রিকশা ভৈরবে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ

পিলার পর্যন্তই সেতুর গন্তব্য ঠিকাদার মামলায় পলাতক

পিলার পর্যন্তই সেতুর গন্তব্য
ঠিকাদার মামলায় পলাতক

# মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের ছোটভাই শফিকুল আলম এলইজিইডির তিন কোটি ১১ লাখ টাকার একটি সেতুর কাজ পেয়েছিলেন। কেবল পিলার বা আভার্টমেন্টের কাজটুকু করে গার্ডার না বসিয়েই বিল তুলে চলে গেছেন। এখন তিনি বৈষম্য বিরোধী মিছিলে আক্রমণের একাধিক মামলার আসামি হয়ে পলাতক। ঠিকাদারকে অবশিষ্ট কাজের ওপর শতকরা ১০ ভাগ জরিমানা করা হয়েছে। আর ঠিকাদারি লাইসেন্স বাতিলের জন্য এলজিইডি প্রধান কার্যালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। পূর্বের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে। এলাকাবাসী ও জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলামের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। নরসুন্দা নদীর ওপর সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের রঘুখালী ও পার্শ্ববর্তী বৌলাই ইউনিয়নের ছয়না এলাকার মধ্যে এ সংযোগ স্থাপনকারী সেতুটির প্রকল্পটি নেওয়া হয়েছিল।
২৯ জানুয়ারি বুধবার নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, ৪০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণের জন্য শফিকুল আলমের ‘এইচটিবিএল-এসএসি’ ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছিল ২০২১ সালের সালের ৩ নভেম্বর। কাজটি শেষ করার কথা ছিল ২০২২ সালের ২৯ নভেম্বর। বরাদ্দ ছিল তিন কোটি ১১ লাখ টাকা। কিন্তু সেতুর দুই পাশে দু’টি এভার্টমেন্ট নির্মাণ করে প্রায় দুই বছর আগে এক কোটি ৩৯ লাখ টাকা উত্তোলন করে ঠিকাদার চালে গেছেন। আর কাজে ফিরে আসেননি। সেতুর গার্ডার বসানোর কাজ বাকি ছিল। এর জন্য মাস দুয়েকের কাজ ছিল। তবে ঠিকাদার কাজের তুলনায় বাড়তি বিল নেননি বলে নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম জানিয়েছেন।
নির্বাহী প্রকৌশলী জানান, আগের কার্যাদেশ বাতিল করে ভৈরবের ‘মেসার্স মমিনুল হক’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। নতুন বরাদ্দ ধরা হয়েছে দুই কোটি ১৯ লাখ টাকা। প্রকল্প শেষ করার তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৭ অক্টোবর। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান ভৈরবে অন্য একটি কাজে ব্যস্ত রয়েছে। সেটি শেষ করে মাসখানেকের মধ্যেই রঘুখালী সেতুটির গার্ডারের কাজ শুরু করতে পারবে বলে নির্বাহী প্রকৌশলী মনে করছেন। সেতুটি নির্মাণ হলে নরসুন্দা নদীর দুই পাড়ের কিশোরগঞ্জ-দেওয়ানগঞ্জ (করিমগঞ্জ) সড়ক ও কিশোরগঞ্জ-চামড়া নৌবন্দর (করিমগঞ্জ) সড়কের মধ্যে সংযোগ স্থাপিত হবে। কিশোরগঞ্জ-দেওয়ানগঞ্জ সড়কে প্রতিদিন শত শত, আর কিশোরগঞ্জ-চামড়া নৌবন্দর সড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। ফলে রঘুখালী সেতুটি নির্মাণ হলে দুই সড়কেই যানজট নিরসন হবে বলে এলাকাবাসী মনে করেন।
বুধবার রঘুখালী এবং ছয়না এলাকায় গিয়ে দেখা গেছে, নরসুন্দা নদীর ওপর রঘুখালী-ছয়না সংযোগ স্থাপনকারী নির্মাণাধীন সেতুর দুই পাড়ে দুটি এভার্টমেন্ট দাঁড়িয়ে আছে। ওপরে লম্বা লম্বা রড বিড়েয়ে আছে। সেগুলিও কিছু চুরি হয়ে গেছে। বাকিগুলো মরিচা পড়ে নষ্ট হচ্ছে। এখানে আগে একটি পাকা সেতু ছিল। সেটি ভেঙেই নতুন সেতু নির্মাণ হচ্ছিল। কিন্তু সেতুর কাজ বন্ধ থাকায় চরম জনদুর্ভোগ তৈরি হয়েছিল। ফলে এর পাশেই এলাকাবাসীর সুবিধার্থে কিছুদিন আগে বৌলাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাহবুব আলম একটি অস্থায়ী কাঠের ফুটব্রিজ নির্মাণ করে দিয়েছেন। সেতুর মাথায় সাবধানতার প্লাকার্ডে মোটরসাইকেলে একজনের বেশি না উঠতে বলা হয়েছে। কিন্তু অনেকেই সেটি মানছেন না। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কয়েকজন সেতুর রেলিং ভেঙে মোটরসাইকেল নিয়ে নদীতে পড়ে গেছেন বলেও এলাকার লোকজন জানালেন।
রঘুখালী এলাকার ওষুধ ব্যবসায়ী ফারুক মিয়া এবং ছয়না এলাকার বিল্লাল মিয়াসহ অনেকেই জানিয়েছেন, আগের ঠিকাদার শফিকুল আলম সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মামুন আল মাসুদ খানের ছোটভাই। যে কারণে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বিল তুলে সেতুর কাজ ফেলে রেখে চলে গেছেন। এলাকাবাসী এর প্রতিবাদে মানববন্ধনও করেছেন। এখন শফিকুল আলম মামলার আসামি হয়ে পলাতক। মামুন আল মাসুদ খানও একই কারণে পলাতক। এলাকাবাসী দ্রুত সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। এটি নির্মাণ হলে নদীর দুই পাড়ের জনগণের যাতায়াতের যেমন সুবিধা হবে, যানজটও অনেকাংশে কমে আসবে বলে তাঁরা মনে করছেন। ঠিকাদার শফিকুল আলম পলাতক থাকায় তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাঁর সাথে কথা বলা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *