# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় জনস্বার্থে বিদ্যুৎ এর প্রি-পেইড মিটার স্থাপন স্থগিত রাখার জন্য কুলিয়ারচর এর সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি রোববার বেলা সোয়া ১২টার দিকে কুলিয়ারচর বাজারের সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। শুরুতে কুলিয়ারচর বাজারের সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ সদর বাজারের চৌরাস্তা মোড়ে জড়ো হয়ে সমাবেশ ও মানববন্ধনে অংশ নেয়।
পরে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, বাজার ব্যবসায়ী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহাদাত হোসেন শাহ আলম, ব্যবসায়ী ও উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, ব্যবসায়ী শহিদ উদ্দিন বাবুল, রড সিমেন্ট ব্যবসায়ী মো. মিল্লাত মিয়া, কাপড় ব্যবসায়ী আবু সাঈদ, মো. ওয়াছ মিয়া, আশরাফ আহমেদ, কাপড় ব্যবসায়ী তোফায়েল আহমেদ ভুলন প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশে প্রায় কয়েক হাজার লোক ও বিদ্যুত গ্রাহক অংশ নেয়। তাদের দাবি বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বা সংযোগ স্থগিত রাখতে হবে।
পরবর্তীতে কুলিয়ারচর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সামনে কিছুক্ষণ মানববন্ধনে অবস্থান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর জনস্বার্থে বিদ্যুৎ এর প্রি-পেইড মিটার স্থাপন স্থগিত রাখার জন্য একটি লিখিত আবেদন দেন বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা বলেন, একটি লিখিত আবেদন পেয়েছি। সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।