# নিজস্ব প্রতিবেদক :-
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। ৭ মার্চ বিকালে জেলা শিল্পকলা মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ আফজল। এসময় আরও বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদুল্লাহ, এবি সিদ্দিক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান।
আলোচনা শেষে শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর শিল্পকলার করিডোরে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।