কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ উপলক্ষে আজ ১ সেপ্টেম্বর বুধবার পৌরসদরের পাকুন্দিয়া পাবলিক আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক এসএএম মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, এরফান উদ্দিন মাস্টার, বোরহান উদ্দিন সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক শরীফুল ইসলাম সুজন, যুগ্ম-আহবায়ক এমদাদুল হক মাসুদ, সাবেক কাউন্সিলর আ. কদ্দুছ, বর্তমান কাউন্সিলর মকবুল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান খান সুমন, সিনিয়র যুগ্ম-আহবায়ক রাকিবুল আলম ছোটন, উপজেলা উলামাদলের সভাপতি মাওলানা কামরুজ্জামান, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহজারুল হক উজ্জ্বল, পৌর ছাত্রদলের আহবায়ক শামছুল আলম সবুজ, সদস্য সচিব মিজানুর রহমান ফেরদৌস, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক নাজমুল হক প্রমুখসহ ইউনিয়ন ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠান সমাপ্ত হয়।