কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পাগলা বাজার এলাকা থেকে র্যাব ৫৯০পিস ইয়াবা ও চারটি মোবাইল ফোনসহ তিন মাদক ব্যবাসাীকে আটক করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ৩১ আগস্ট মঙ্গলবার রাতে হোসেনপুরের পাগলা বাজার এলাকা থেকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার মৃত ফয়েজ আহমেদের ছেলে মো. মুসা (৩০), ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে বাবুল মিয়া (৩০) ও মৃত আব্দুর রহিমের ছেলে হাদিস মিয়াকে (৩০) উপরোক্ত ইয়াবা ও মোবাইল ফোনসহ আটক করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোসেনপুর থানায় মামলা হবে।