বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আজ ৩১ আগস্ট মঙ্গলবার জনসংযোগ, ব্র্যান্ডিং ও বিপনন বিষয়ে দিনব্যাপী অনলাইনে কর্মশালা হয়েছে। এতে সারা দেশের রোভার অঞ্চলের সকল জেলা থেকে ২০৭ জন স্কাউটার ও পিআরএম টিমের সদস্যগণ অংশ নেন। বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ ও বিপনন বিভাগের পরিচালনায় এবং রোভার অঞ্চলের ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (জনসংযোগ ও বিপনন) ও চট্টগ্রামের কর অঞ্চল-৪ এর কমিশনার এসএম ফজলুল হক আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন ঢাকা কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটসের (এক্সটেনশন স্কাউটিং) জাতীয় কমিশনার প্রফেসর আইকে সেলিম উল্লাহ খোন্দকার। এতে স্বাগত বক্তব্য দেন রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর একেএম সেলিম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক আরশাদুল মুকাদ্দিস। জনসংযোগ, ব্র্র্যান্ডিং, বিপনন, যোগাযোগ ইত্যাদি বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (জনসংযোগ ও বিপনন) এমএম ফজলুল হক আরিফ, জাতীয় উপ-কমিশনার (জনসংযোগ ও বিপনন) সুকান্ত গুপ্ত অলক ও জাতীয় উপ-কমিশনার (জনসংযোগ ও বিপনন) মীর মোহাম্মদ ফারুক।
এমএম ফজলুল হক আরিফের সভাপতিত্বে কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্টস) ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইসচেয়ারম্যান মো. ফসিউল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আঞ্চলিক উপ-কমিশনার (জনসংযোগ) মো. শরীফ উদ্দিন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. আলমগীর। কর্মশালাটি সমন্বয় করেন বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (জনসংযোগ ও বিপনন) এএইচএম শামছুল আজাদ। আইসিটি সহায়তায় ছিলেন বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (আইসিটি) মো. হামজার রহমান শামীম ও বাংলাদেশ স্কাউটসের পিআরএম টিম সদস্য আব্দুল্লাহ আল ফাহাদ। কর্মশালায় অংশগ্রহণকারীগণ জনসংযোগসহ স্কাউটিং-এর ব্র্যান্ডিং ও বিপনন কৌশল এবং করণীয় সম্পর্কে অবহিত হন। যার মাধ্যমে স্কাউটিং-এর কার্যক্রম জনসাধারণের কাছে দৃশ্যমান হবে বলে অতিথিগণ ও অংশগ্রহণকারীগণ আশাবাদ ব্যক্ত করেছেন।