কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা কৃষক লীগ অসহায়দের মাঝে খাদ্য, মাস্ক ও গাছের চারা বিতরণ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করেছে। আজ ৩১ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় জেলা শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অধ্যাপক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার কামাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুসহ আওয়ামী লীগ ও কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।