কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সাবেক দু’বারের এমপি বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. মিজানুল হককে (৭৬) মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি পোস্ট কোভিড জটিলতায় আজ ২৭ আগস্ট শুক্রবার বিকাল ৬টা ১০ মিনিটে জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. অনুপম ভট্টচার্য।
এর আগে গত ২৮ জুলাই বিকালে তিনি করোনা সংক্রমণ নিয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনামুক্ত হবার পর তিনি করিমগঞ্জের বাড়িতে ফিরে গিয়েছিলেন। পরবর্তীতে পোস্ট কোভিড জটিলতা দেখা দিলে গত ২২ আগস্ট তিনি আবার এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু চিকিৎসকরা বহু চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। তিনি বেশ কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। এছাড়াও তার উচ্চ মাত্রার ডায়াবেটিসও ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ড. মিজানুল হক ১৯৯১ ও ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন। আর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে অনুমিত হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেয়া হয়েছিল।