কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকার মৃত নূরু মিয়ার ছেলে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ অন্তত ১৬ মামলার আসামী আবু হানিফ হাছু (৫০) জমি দখল করতে গিয়ে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। আজ শুক্রবার (২৭ আগস্ট) ভোর বেলায় হাছু তার লোকজন নিয়ে সদর উপজেলার বিন্নাটি দনাইল এলাকায় জমি দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। মুমূর্ষু অবস্থায় তাকে জেলা সদরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখানেই তার লাশের ময়না তদন্ত হবে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক পিপিএম। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে হত্যাকারীরা পলাতক রয়েছেন বলে জানিয়েছেন ওসি আবু বকর সিদ্দিক।
বিন্নাটি ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম জানিয়েছেন, ওই এলাকায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আনুমানিক দেড় একর ফিশারি এবং ফসলি জমি হাছু তার দখলে রাখতে চেয়েছিলেন। এ নিয়ে তার সঙ্গে আশপাশের এলাকার লোকজনের অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার ভোরে হাছু ওই এলাকায় গেলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়েছেন।
আবু হানিফ হাছু বিভিন্ন সময় বিভিন্ন অপরাধে কারাভোগ করেছেন। বছর তিনেক আগে নরসুন্দা নদী অবৈধভাবে দখল করে মাছ চাষের অভিযোগে ভ্রাম্যমান আদালতও তাকে কারাদণ্ড দিয়েছিলেন। প্রতিবেশির স্কুল পড়ুয়া ছেলেকে খুনের ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা রয়েছে। ২০১৯ সালের ১৬ এপ্রিল রাতে শহরের পাট গবেষণা কেন্দ্র এলাকায় হাছুর প্রতিবেশি বকুল মিয়ার ছেলে ৫ম শ্রেণীর ছাত্র সাগরকে (১১) পূর্ব বিরোধের জেরে কয়েকজন ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের মা আছমা আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় হাছুকে প্রধান আসামী করে তার দুই ছেলে ও দুই ভাইসহ ১০ জনের নামে মামলা করেছিলেন। বিভিন্ন সরকারের আমলে ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের আশ্রয়ে থেকে তিনি খুনখারাবি ও জমি দখলসহ বড় বড় অপরাধ করতেন বলে অভিযোগ রয়েছে। শহরের সরকারী গুরুদয়াল কলেজের পুকুরও একবার দখল সেখানে সেচযন্ত্র বসিয়ে দিয়েছিলেন। কলেজ কর্তৃপক্ষ থানায় অভিযোগ করার পর পুলিশ গিয়ে সেচযন্ত্র জব্দ করে পুকুরটি মুক্ত করেছিল। আবু হানিফ হাছু গত পৌর নির্বাচনে কিশোরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন। তবে জয়লাভ করতে পারেননি।