আজ ১৫ আগস্ট রোববার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু সরণি ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পুস্পস্তবক অর্পণ শেষে পৌরসভা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামে একটি দেশ কখনো জন্ম হতো না। কিন্তু এ দেশকে পাকিস্তানী পেতাত্মারা ধ্বংস করতে বঙ্গবন্ধুকে তাঁর পরিবারসহ ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করেছেন। কিন্তু তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেই দেশকে পাকিস্তানে রূপান্তরিত করতে পারবে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এ সময় বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সবার প্রতি দোয়া কামনা করেন। আলোচনা সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।