আজ ১৫ আগস্ট রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ভৈরব উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।
আলোচনা সভায় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া বলেন, আজ ১৫ আগস্ট বাঙালি জাতির এক অনন্য কষ্টে বিজড়িত শোকের মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার আগ থেকেই সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। স্বাধীনতার পর স্বপ্ন বাস্তবায়নে যমুনা ও পদ্মা সেতু করার রূপরেখা তৈরি করেছিলেন। জননেত্রী শেখ হাসিনা তা আজ বাস্তবায়ন করেছেন। বিএনপির আমলে জিয়াউর রহমান তার সহধর্মিনী খালেদা জিয়া, তার সন্তান তারেক রহমান দুর্নীতি করে দেশকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। এ সময় বঙ্গবন্ধু পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দুপুরে ভৈরব উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় তাবারক বিতরণের আয়োজন করেছেন।