একটি দেশের স্থপতিকে নিজ দেশেই নির্মম হত্যাযজ্ঞের শিকার হতে হয়, এটা ইতিহাসের এক জঘণ্যতম নির্মম অধ্যায়। পঁচাত্তরের ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এরকমই এক কালো অধ্যায় রচিত হয়েছিল। এদিন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ববরেণ্য রাষ্ট্রনায়ক বা স্বাধীনতার প্রধান নেতাকে হত্যার নজির রয়েছে। কিন্তু এভাবে নারী-শিশুসহ জাতির জনককে সপরিবারে হত্যার ঘটনা কোথাও ঘটেনি। তবে এই হত্যাযজ্ঞের খবরে প্রথম প্রতিবাদের গর্জন উঠেছিল কিশোরগঞ্জ শহরে। ওইদিন সকালেই কতিপয় মুক্তিযোদ্ধা যুবক-তরুণ কিশোরগঞ্জে প্রথম প্রতিবাদ মিছিলের উচ্চকিত তরঙ্গ তুলেছিলেন কিশোরগঞ্জর আকাশে-বাতাসে।
বিশিষ্ট লেখক ও গবেষক ড. হালিম দাদ খান রচিত ‘বঙ্গবন্ধু হত্যা, কিশোরগঞ্জে তাৎক্ষণিক প্রতিবাদ’ শিরোনামের বই থেকে জানা যায়, পঁচাত্তরের ১৫ আগস্ট সকালে ঘাতকদের পক্ষ থেকে রেডিওতে বঙ্গবন্ধু হত্যার খবর প্রচার করা হয়। আর এই খবরটি শুনেই ২০ জন প্রতিবাদী তরুণ তৎকালীন জেলা সিপিবির সাংগঠনিক কমিটির সম্পাদক গোলাম হায়দার চৌধুরী, জেলা জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি প্রয়াত অ্যাডভোকেট আমিরুল ইসলাম, তৎকালীন জেলা ন্যাপের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা ছাত্র ইউনিয়নের তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অশোক সরকার, জেলা ন্যাপের তৎকালীন কোষাধ্যক্ষ হাবিবুর রহমান মুক্তু, জেলা ছাত্র লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, সিপিবি সদস্য নির্মলেন্দু চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়নের তৎকালীন সহ-সভাপতি সাইদুর রহমান মানিক, জেলা ছাত্র ইউনিয়নের তৎকালীন সহ-সাধারণ সম্পাদক হালিম দাদ খান, তৎকালীন জেলা ন্যাপের সম্পাদকমণ্ডলীর সদস্য প্রয়াত সেকান্দর আলী, জেলা ন্যাপের প্রচার সম্পাদক অলক ভৌমিক, জেলা ছাত্র লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, সদর থানা ছাত্র ইউনিয়নের তৎকালীন সভাপতি পীযুষ কান্তি সরকার, সদর থানা ছাত্র ইউনিয়নের তৎকালীন সাধারণ সম্পাদক রফিকউদ্দিন আহমেদ পনির, ময়ূখ খেলাঘরের সংগঠক আলী আজগর স্বপন, ছাত্র ইউনিয়ন নেতা এনামুল হক ইদ্রিছ, ট্রেড ইউনিয়ন নেতা আকবর হোসেন খান, জেলা ছাত্র ইউনিয়নের তৎকালীন সহ-সম্পাদক নূরুল হোসেন সবুজ, তৎকালীন ছাত্রলীগ নেতা সৈয়দ লিয়াকত আলী বুলবুল ও গোপাল দাস, ব্যবসায়ী অরুণ কুমার রাউত ও ব্যবসায়ী আব্দুল আহাদসহ সবাই সকালে মিলিত হন জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে। এরপর ‘মুজিব হত্যার পরিণাম, বাংলা হবে ভিয়েতনাম’সহ নানা প্রতিবাদী শ্লোগান দিয়ে শহরে দৌড়ে দৌড়ে বিক্ষোভ মিছিল করেন। প্রশাসন এবং আইনশৃংখলা বাহিনীর কাছে মুহুর্তেই এ খবর পৌঁছে যায়। মিছিলশেষে প্রতিবাদকারীরা পুনরায় ছাত্র ইউনিয়ন কার্যালয়ের সামনে এসে পরবর্তী করণীয় সম্পর্কে নিজেদের মধ্যে পরামর্শ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় তাদের ধরতে পুলিশের গাড়ি এসে হাজির। তরুণরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গ্রেফতার এড়াতে শহর ত্যাগ করেন। অনেকদিন তারা এখানে সেখানে আত্মগোপনে কাটান। কেউ কেউ পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার বদলা নেবার জন্য কাদেরিয়া বাহিনীতেও যোগ দিয়েছিলেন।
অবশ্য কিছুদিন ধরে তৎকালীন ছাত্রলীগ নেতা মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ মানিক, প্রয়াত ইদ্রিছ আলী ভূঁইয়া এবং আনোয়ার কামালের নেতৃত্বে কিছু তরুণও ১৫ আগস্ট সকালে শহরে প্রতিবাদ মিছিল করেছিলেন বলে তথ্য প্রদান করা হচ্ছে। তারা সেদিন শহরের আখড়াবাজার এলাকায় জড়ো হয়ে শহরে মিছিল করে আবার আখড়াবাজারে গিয়ে শেষ করেছিলেন বলে দাবি করা হচ্ছে।
পঁচাত্তরের ১৫ আগস্ট যারা যারা প্রতিবাদ মিছিল করেছিলেন, আজ সেই তরুণদের কেউ আজ রাজনৈতিক নেতা হয়েছেন, কেউ বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছেন। আবার কেউ কেউ মারাও গেছেন। সেদিন মিছিল করার মধ্য দিয়ে ইতিহাসের এই জঘণ্যতম হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে পেরে আজও সেই বীর তরুণরা গর্ববোধ করেন। তবে তারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের মধ্যে আজও যারা মৃত্যু দণ্ডাদেশ নিয়ে বিদেশে পালিয়ে আছেন, তাদেরকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। সেইসঙ্গে এই নারকীয় হত্যাযজ্ঞের পেছনে আরও যাদের হাত ছিল, তাদেরও বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন।