• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন |
  • English Version

পাকুন্দিয়ায় এগারসিন্দুর কোল্ড স্টোরকে ৩ লাখ টাকা জরিমানা

পাকুন্দিয়ায় এগারসিন্দুর কোল্ডস্টোরে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুদ রাখার দায়ে অভিযান পরিচালনা করছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। - পূর্বকণ্ঠ

পাকুন্দিয়ায় এগারসিন্দুর কোল্ড
স্টোরকে ৩ লাখ টাকা জরিমানা

# রাজন সরকার :-

অস্বাস্থ্যকর পরিবেশে ১৫ মেট্রিক টন খেজুর মজুদ রাখার দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর কোল্ড স্টোরের মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রমজান মাসে বিক্রয়ের জন্য এসব খেজুর মজুদ রাখা হয়েছিল। আজ ১০ মার্চ বুধবার দুপুরে এ জরিমানা করেছে র‌্যাব-১৪ এর ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-১৪ এর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ওই কোল্ডস্টোরে অস্বাস্থ্যকর পরিবেশে প্রায় ১৫ মেট্রিক টন খেজুর মজুদ রাখা হয়েছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব-১৪ এর একটি দল এগারসিন্দুর কোল্ডস্টোরে আজ বুধবার দুপুরে অভিযান চালায়। এ সময় তল্লাশী চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুদ রাখার বিষয়টি নিশ্চিত হয় র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ওই কোল্ডস্টোরের মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, র‌্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার বিএন এম শোভন খানসহ র‌্যাবের একটি অভিযানিক দল।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান বলেন, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুদ রাখার দায়ে ওই কোল্ডস্টোরের মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খেজুর গুলো খাওয়ার উপযোগি কিনা তা পরীক্ষা করে দেখার জন্য স্যানিটারী ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই রিপোর্ট পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *