• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন |
  • English Version

ভৈরবে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভৈরবে দৈনিক সময়ের আলো
পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরবে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দেশের প্রথম সারির জাতীয় দৈনিক ‘সময়ের আলো’। ‘সত্য প্রকাশে আপোষহীন’ শ্লোগানকে সামনে রেখে এগিয়ে যাওয়া পত্রিকাটি ইতোমধ্যে ৩য় বর্ষে পদার্পণ করেছে।
দৈনিক সময়ের আলো’র ভৈরব প্রতিনিধি রাজীবুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ২ মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় পত্রিকাটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভৈরব প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাভোকেট ফখরুল আলম আক্কাছ, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন প্রমুখ।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম বাকী বিল্লাহ, সাংবাদিক সমিতির সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, বাংলাভিশন ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব, দৈনিক আজকাল ভৈরব প্রতিনিধি আব্দুল্লাহ আল মাছুম, দৈনিক মানবকণ্ঠ ভৈরব প্রতিনিধি মো. আক্তারুজ্জামান, দৈনিক বাংলাদেশ জার্নাল ভৈরব প্রতিনিধি আব্দুর রউফ, দৈনিক কালের কণ্ঠ ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, দৈনিক পূর্বকণ্ঠ যুগ্ম সম্পাদক মিলাদ হোসেন অপু, চ্যানেল টুয়েন্টিফোর ভৈরব প্রতিনিধি বিল্লাল হোসেন মোল্লা, এসটিভি ভৈরব প্রতিনিধি খাইরুল ইসলাম সবুজ, মাইটিভি ভৈরব প্রতিনিধি শাহনুর রহমান, দৈনিক খোলা কাগজ ভৈরব প্রতিনিধি আফসার হোসেন তূর্জা, শামীম আহমেদ জয়, ইমন, প্রিন্স আহমেদ সারোয়ার, মিতু প্রমুখ উপস্থিত ছিলেন।
পত্রিকাটির সফলতা কামনা করে আলোচনা সভায় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দৈনিক সময়ের আলো পত্রিকাটি পাঠকদের চাহিদা পূরণে সমর্থ হয়েছে। আর সে জন্যই মাত্র দুই বছরের মাথা দেশের অন্যান্য পাঠক জনপ্রিয় পত্রিকাগুলোকে পিছনে ফেলে দেশের সেরা ১০ পত্রিকায় তাদের স্থান করে নিয়েছে। পত্রিকাটি তার লেখনি দিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় বক্তারা পত্রিকাটির ভৈরব প্রতিনিধি রাজীবুল হাসান এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন, দৈনিক সমকাল ভৈরব প্রতিনিধি নজরুল ইসলাম রিপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *