• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে বিএনপি প্রার্থী ইসরাইল মিয়া, প্রচারণার সময় বাড়াতে হবে কেন্দ্র দখলের হুমকি চলছে

কিশোরগঞ্জ পৌরসভায় বিএনপি’র মেয়র প্রার্থী হাজী ইসরাইল মিয়া বক্তব্য রাখছেন। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে বিএনপি প্রার্থী ইসরাইল মিয়া
প্রচারণার সময় বাড়াতে হবে
কেন্দ্র দখলের হুমকি চলছে

# মোস্তফা কামাল :-

সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কিশোরগঞ্জ সদর পৌরসভার মেয়র প্রার্থী হাজী মো. ইসরাইল মিয়া দাবি জানিয়েছেন, যেন নির্বাচনী পথসভা ও প্রচারণার সময়সীমা রাত ১০টা পর্যন্ত বর্ধিত করা হয়। তিনি বলেন, নির্বাচন কমিশন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচারণার সময়সীমা নির্ধারণ করে দেয়ার ফলে আমরা এই নিয়ম মানলেও ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানো হচ্ছে। তবে রাত ৮টা পর্যন্ত সময়সীমাটা অনেক কম হয়ে যায়। কাজেই রাত ১০টা পর্যন্ত প্রচারণার আনুষ্ঠানিক সুযোগ দিলে প্রচারণার জন্য সুবিধা হয় বলে তিনি মনে করছেন।
হাজী ইসরাইল মিয়া আজ ১১ জানুয়ারি সোমবার দুপুরে স্টেশন রোডের নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় নিরপেক্ষ দায়িত্ব পালনের ঘোষণা দেয়া হয়েছিল। তারা এখন পর্যন্ত মোটামুটি তাদের কথা রেখেছেন। আগামীতেও যেন নিরপেক্ষ ভূমিকা রাখেন, তিনি সেই দাবি জানান। তবে ক্ষমতাসীন দলের কোন কোন সমর্থক কেন্দ্র দখলের প্রচারণা চালাচ্ছেন বলে তিনি অভিযোগ করে বলেন, এটা হয়ত দলীয় সিদ্ধান্ত নাও হতে পারে। ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে কেউ প্রচারণা চালিয়ে থাকতে পারেন। এটাকে ভোট বিমুখতার সংস্কৃতিতে মানুষকে আটকে রাখার একটি অপতৎপরতা বলেও তিনি মনে করছেন। তিনি আরজত আতরজান হাইস্কুল কেন্দ্র, ইসলামিয়া ছাত্রাবাস কেন্দ্র, সরকারি বালক বিদ্যালয় কেন্দ্র, সরকারি এসভি বালিকা বিদ্যালয় কেন্দ্র, আদর্শ শিশু বিদ্যালয় কেন্দ্র এবং জনতা স্কুল কেন্দ্রে ক্ষমতাসীন দল প্রভাব বিস্তার করতে পারে বলেও আশঙ্কা ব্যক্ত করেছেন। ভোটাররা যেন নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, ভোট অনুযায়ী যেন ফলাফল ঘোষিত হয়, সেই দাবিও তিনি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *