• বুধবার, ০১ মে ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে র‌্যাবের হাতে ৪৪০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ র‌্যাবের হাতে ৪৪০ বোতল ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ী নবীর হোসেন। -পূর্বকণ্ঠ

ভৈরবে র‌্যাবের হাতে ৪৪০
বোতল ফেনসিডিলসহ
মাদক ব্যবসায়ী আটক

# মোস্তফা কামাল :-

ভৈরবে ৪৪০ বোতল ফেনসিডিল ও একটি মাইক্রোসহ র‌্যাবের হাতে ব্রাহ্মণবাড়িয়ার এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন জেলায় মাদক পাচার করে আসছিল বলে র‌্যাবের কাছে গোপন তথ্য আসে। এর ভিত্তিতে আজ ৭ ডিসেম্বর সোমবার এম শোভন খানের নেতৃত্বে র‌্যাবের একটি দল গোপনে ভৈরবের নাটালের মোড়ে অবস্থান নেয়। পরে বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর এলাকার সাদেক মিয়ার ছেলে নবীর হোসেন (২৬) একটি মাইক্রোতে করে ফেনসিডিলের চালান নিয়ে যাবার সময় মাইক্রোসমেত ৪৪০ বোতল ফেনসিডিল, দু’টি মোবাইল সেট ও কিছু নগদ টাকাসহ তাকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবীর হোসেন দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *