• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে শুক্রবার দোকান খোলা রাখা এবং মাস্ক ব্যবহার না করায় জরিমানা লাখ টাকা

কিশোরগঞ্জে শুক্রবার দোকান
খোলা রাখা এবং মাস্ক ব্যবহার
না করায় জরিমানা লাখ টাকা

# মোস্তফা কামাল :-

শ্রম আইন লংঘন করে শুক্রবার দোকান খোলা রাখা এবং মাস্ক ব্যবহার না করায় আজ কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯১ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করেছেন। জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল ও মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরের কালিবাড়ি মোড় এবং রথখলা এলাকায় অভিযান চালিয়ে জয়কালী এন্টারপ্রাইজ, টপটেন মার্ট ও পলাশ সুজসহ কয়েকটি প্রতিষ্ঠানকে ৮৭ হাজার ৮শ’ টাকা জরিমানা করেছেন। এছাড়া মাস্ক ব্যবহার না করায় ১৮ ব্যক্তির কাছ থেকে ৩ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেছেন। এসময় কলকাখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক শাহ মোফাখখারুল ইসলামসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ বাহিনী সহায়তা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *