• সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:০২ অপরাহ্ন |
  • English Version

ইন্সপেক্টর পদোন্নতি মেহেদী হাসান সুমনকে ভৈরব এসএসসি-৯৯ ব্যাচের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

ইন্সপেক্টর পদোন্নতি
মেহেদী হাসান সুমনকে ভৈরব
এসএসসি-৯৯ ব্যাচের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

ইন্সপেক্টর পদোন্নতি পাওয়ায় ভৈরবের এসএসসি-৯৯ ব্যাচের পক্ষ থেকে মেহেদী হাসান সুমনকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।
“আমরা চলছি বন্ধুত্বের হাত ধরে” এই শ্লোগানে ৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ভৈরবের এসএসসি-৯৯ ব্যাচের বন্ধুমহল।
এসএসসি-৯৯ ব্যাচের বন্ধু ব্যাংকার সুজন মাজহারের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানের মধ্যমণি মেহেদী হাসান সুমন। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আলাল উদ্দিন। এছাড়াও এসএসসি-৯৯ ব্যাচের বন্ধুদের মধ্যে বক্তব্য রাখেন, এমদাদুল হক সোহাগ, আলমগীর হোসেন, ফয়সুল আলম, আমিনুর রহমান মুরাদ, ইকবাল হোসেন, নিপা আমিন, কাইয়ুম মিয়া, নবী হোসেন, তানভীর আহমেদ প্রমুখ। এসময় এসএসসি ৯৯ ব্যাচের প্রায় অর্ধশত বন্ধু উপস্থিত ছিলেন।
উক্ত সংগঠনটিকে সামনে এগিয়ে নিতে এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের মূল্যায়ন, বন্ধুদের বিভিন্ন সামাজিক কাজের উদ্বুদ্ধ করার মাধ্যমে নিজেদের মধ্যেও সর্বোপরি ভ্রাতৃপ্রেম বাড়াতে সকল বন্ধুদের নিঃস্বার্থভাবে এগিয়ে আসার আহবান জানানো হয়।
উল্লেখ্য, ভৈরব উপজেলার আগানগর গ্রামের কৃতিসন্তান ও এসএসসি-৯৯ ব্যাচের ছাত্র মেহেদী হাসান সুমন ২০১০ সালে পুলিশের এসআই পদে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। চলতি বছরে ইন্সপেক্টর পদে তাঁর পদোন্নতি হয়।
সংবাদ : এমআর রুবেল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *