• বুধবার, ০১ মে ২০২৪, ০৯:১৮ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে হত্যা ও ডাকাতি মামলায় দুই সহোদরসহ চার আসামির ফাঁসি, যাবজ্জীবন চার

আসামিদের আদালতে নেয়া হচ্ছে। (ইনসেটে) নিহত আব্দুর রহমান। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে হত্যা ও ডাকাতি
মামলায় দুই সহোদরসহ চার
আসামির ফাঁসি, যাবজ্জীবন চার

# মোস্তফা কামাল :-

করিমগঞ্জে গণপূর্তের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রহমানকে হত্যাসহ ডাকাতি মামলার ১৪ বছর পর দুই সহোদরসহ চারজনের ফাঁসি ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছে। প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। এসময় সকল আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আজ ৫ অক্টোবর সোমবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিম তার রয়ে করিমগঞ্জের সিংগুয়া গ্রামের দুই সহোদর কাশেম (৪৬) ও নজরুল (৪১) ছাড়াও একই গ্রামের লিটন (৪০) ও সাত্তারকে (৬৪) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকরের রায় দিয়েছেন। আর কাশেম ও নজরুলের অপর সহোদর সিরাজ উদ্দিন (৪৯) ছাড়াও সিংগুয়া গ্রামের খোকন (৫৪), কান্তু মিয়া (৪৪) ও পার্শ্ববর্তী আসনপুর গ্রামের সাহেদকে (৫৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বিচারক সকল দণ্ডিতকে এক লাখ টাকা করে জরিমানাও করেছেন।
মামলার বিবরণে জানা যায়, সিংগুয়ার গ্রামের অসরপ্রাপ্ত গণপূর্ত বিভাগের কর্মচারী আব্দুর রহমানের বাড়িতে ২০০৬ সালের ২৩ এপ্রিল গভীর রাতে আসামিরা হানা দিয়ে আব্দুর রহমানকে ছোরা ও রামদা দিয়ে মারাত্মক আহত করেন। এসময় ভিকটিমের স্ত্রী মোছা. নূরুন্নাহারকেও ছুরিকাঘাত করা হয়। আসামিরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়ে যান। পরে মুমূর্ষু অবস্থায় আব্দুর রহমানকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী নূরুন্নাহার বাদী হয়ে একই তারিখে দিনের বেলায় করিমগঞ্জ থানায় দণ্ডিত ৮ জনসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি এক পর্যায়ে সিআইডি’র কাছে হস্তান্তর হলে সিআইডি’র এএসপি মো. রফিকুল ইসলাম ২০০৯ সালের ২২ অক্টোবর দণ্ডিত ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। আজ এ মামলার রায় ঘোষিত হলো। রায়ের সময় আদালতে উপস্থিত বাদীর ছেলে শিক্ষানবিশ আইনজীবী মিন্নানুর রহমান এ প্রতিনিধির সাথে আলাপকালে ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে রায়ের সময় আদালত এলাকায় উপস্থিত দণ্ডিতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। মামলাটি সরকার পক্ষে পরিচালনা করেন এপিপি আবু সাঈদ ইমাম। আর আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট অশোক সরকার ও অ্যাডভোকেট আলী আজগর স্বপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *