• সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ই-ফাইলিং শ্রেষ্ঠত্বের পুরস্কার দিলেন বিভাগীয় কমিশনার

আইসিটি পুরস্কার নিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ই-ফাইলিং শ্রেষ্ঠত্বের
পুরস্কার দিলেন বিভাগীয় কমিশনার

# মোস্তফা কামাল :-

ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান কিশোরগঞ্জে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ এসোসিয়েশনের সদসদ্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। অনুষ্ঠানে তিনি আগস্ট মাসে ই-ফাইলিং কর্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জনের পুরস্কার, ২০১৯-২০ সালের শুদ্ধাচার ও আইসিটি বিভাগে রূপকল্প-২০৪১ কার্যক্রমের ওপর পুরস্কার এবং ২০২০ সালের পরিবেশ পদক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে ৪ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সার্কিট হাউজে আয়োজিত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার যোগ দেন।

বিভাগীয় কমিশনারের সঙ্গে ই-ফাইলিং, শুদ্ধাচার ও পরিবেশক পদক বিজয়ীগণ। -পূর্বকণ্ঠ

এসময় জেলার ঐতিহ্য, দর্শনীয় ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন উল্লেখযোগ্য স্থান ও জেলার কৃতি সন্তানদের পরিচিতি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, করোনা পরিস্থিতি মোকাবেলায় গৃহীত নানামুখি পদক্ষেপ ও ডিজিটাল কিশোরগঞ্জ গড়ে তোলার ক্ষেত্রে জেলা প্রশাসনের গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি সবিস্তারে তুলে ধরা হয়। সামগ্রিক বিষয়ে ধারণা পেয়ে বিভাগীয় কমিশনার সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রশংসা করেন। শেষে বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান আগস্ট মাসে ই-ফাইলিং কর্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জনের পুরস্কার, ২০১৯-২০ সালের শুদ্ধাচার ও আইসিটি বিভাগে রূপকল্প-২০৪১ কার্যক্রমের ওপর পুরস্কার এবং ২০২০ সালের পরিবেশ পদক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।

বিভাগীয় কমিশনারের সঙ্গে ই-ফাইলিং, শুদ্ধাচার ও পরিবেশক পদক বিজয়ীগণ। -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *