# নিজস্ব প্রতিবেদক :-
বাহেরবালী (SESDP) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বর্ণাঢ্য নানা কর্মসূচীর মাধ্যমে এ অনুষ্ঠান সুসম্পন্ন করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবি হাসান কবীরের সঞ্চালনায় বিদ্যালয়ের ছাদ বাগানে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিজবুল্লাহ। প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পিপন চন্দ্র দাস। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বেলা ১১টায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শরীয়তুল্লাহ’র পবিত্র কুরআন তেলাওয়াত ও সুমন চন্দ্র দাসের গীতা পাঠের মধ্য দিয়ে এই মিলনমেলার সূচনা হয়। আগত অতিথিদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন অনুষ্ঠানের সভাপতি হিজবুল্লাহ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। বক্তাগণ তাদের বক্তব্যে স্কুলের প্রতি তাদের হৃদয়ের আবেগ-অনুভূতি ও স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় অনেকের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। দীর্ঘদিন পর নিজেদের পরিচিত সেই ক্লাস রুম, সেই প্রিয় সহপাঠী আর শিক্ষকদের কাছে পেয়ে হৃদয়ের কথা বলতে ব্যাকুল হয়ে পড়ে সবাই। এতে এক আবেগঘন মোহনীয় পরিবেশ তৈরি হয়। এজন্য বক্তাগণ আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে স্কুলের সার্বিক উন্নয়নের অবদান রাখার জন্য প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। সকল শিক্ষকের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মোহাম্মদ হাসান, শরীয়তুল্লাহ, সুমন চন্দ্র দাস, ফজলে রাব্বী নাঈম, মোস্তাকিম, সাথী ও মীম আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও প্রধান অতিথি পিপন চন্দ্র দাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া উপস্থিত সকল প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এবং শিক্ষকদের বই উপহার দেওয়া হয়। দুপুর ২টায় ফটোসেশন শেষে সভাপতির মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। মধ্যাহ্ন বিরতির পর বেলা ৩টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য, অভিনয়, কৌতুক ইত্যাদি উপস্থাপনের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরে অনুষ্ঠানকে মাতিয়ে তোলেন। বিকেল ৫টায় সভাপতি এই পুনর্মিলনী অনুষ্ঠান চিরদিন হৃদয়ে অম্লান থাকার আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।