• সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাহেরবালী (SESDP) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হোসেনপুরে চাহিদা ও দামে জমজমাট পাটকাঠির বাজার কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে ৯টি মনোনয়নপত্র বিক্রি তদন্তকারী কর্মকর্তা সহযোগিতা না করার অভিযোগে সংবাদ সম্মেলন নিহত সজীবের পরিবারের আব্দুল লতিফ RPC সভাপতি ও কামরুজ্জামান সোহেল সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কিশোরগঞ্জ জেলার শাখার কমিটি গঠন কমছে কীটনাশক প্রয়োগ, ধানের জমিতে পোকাদমনে জনপ্রিয় হচ্ছে পার্চিং নিকলীতে পপির উদ্যোগে ডিজিটাল লিটারেসি কর্মশালা কুলিয়ারচরে মোটরসাইকেল কিনতে টাকার বায়না, যুবকের আত্মহত্যা কুলিয়ারচরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাজিতপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে ৯টি মনোনয়নপত্র বিক্রি

কিশোরগঞ্জ জেলা বিএনপির
সম্মেলন উপলক্ষে ৯টি
মনোনয়নপত্র বিক্রি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ৯ বছর পর ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। কেন্দ্রীয় কমিটি কর্তৃক গঠিত নির্বাচন কমিশন নির্বাচনী তপসিল অনুযায়ী ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সভাপতি পদে দু’টি ও সাধারণ সম্পাদক পদে ৭টি মনোনয়নপত্র বিক্রি করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান। শহরের রথখলা এলাকায় দলের জেলা কার্যালয় নির্বাচন কমিশনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সভাপতি পদে দু’টি মনোনয়নপত্র কিনেছেন জেলা কমিটির বর্তমান সভাপতি শরীফুল আলম ও সহ-সভাপতি রুহুল হোসাইন। আর সাধারণ সম্পাদক পদে ৭টি মনোনয়নপত্র কিনেছেন জেলা কমিটির বর্তমান সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা কমিটির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এএম সাজ্জাদুল হক, নিকলী উপজেলা বিএনপির সদস্য শফিকুল আলম রাজন ও বিএনপি কর্মী অ্যাডভোকেট ওমর ফারুক। সভাপতি পদের মনোনয়নপত্রের দাম ৫০ হাজার টাকা, আর সাধারণ সম্পাদক পদের মনোনপত্রের দাম ৩০ হাজার টাকা। কেবল এ দু’টি পদেই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান।
১৪ সেপ্টেম্বর রোববার বিকাল ৩টা থেকে রাত ৮টার মধ্যে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়ন যাচাইবাছাই করে রোববার রাত ১০টায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকাল ৫টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে। একই দিন সন্ধ্যা ৭টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে রাত ৮টায় প্রতীক বরাদ্দ করা হবে।
জেলার দুই হাজার ১০৭ জন কাউন্সিলর সম্মেলনের দিন দ্বিতীয় পর্বে সম্মেলন স্থল শহরের পুরাতন স্টেডিয়ামে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত গোপন ব্যালটে ভোট প্রদান করবেন। পৌরসভাসহ ১৩টি উপজেলার জন্য ভোট প্রদানের ১৩টি বুথ থাকবে। ভোট গণনার পর রাতেই ফলাফল ঘোষণা করা হবে।
শহরের পুরাতন স্টেডিয়ামে ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠেয় সম্মেলনে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ২০১৬ সালের ২২ নভেম্বর জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেদিনও প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সম্মেলনে সভাপতি হয়েছিলেন শরীফুল আলম, আর সাধারণ সম্পাদক হয়েছিলেন মাজহারুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *