# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
আব্দুল লতিফ RPC কে সভাপতি ও কামরুজ্জামান সোহেল কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কিশোরগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সালাউদ্দিন খান পিপিএম, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার ও সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান নয়নসহ কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে ৯১ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল কিশোরগঞ্জ জেলা কমিটির সদস্যরা হলো সভাপতি মো. আব্দুল লতিফ RPC, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন, কার্যকারী সভাপতি মো. নিজাম উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সোহেল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আনার মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক রোসন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রুবেল।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার বলেন, কিশোরগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবি দলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সামনের দিকে এগিয়ে যাবে আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য কমিটি কাজ করবে।