• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন দোকানপাটে হামলার জেরে মাদক ব্যবসায়ীর বাড়িতে গ্রামবাসীর আগুন ভৈরবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবারের ভোগান্তি, রাস্তা সংস্কারের আশ্বাস ইউএনওর ইটভাটা মালিক সমিতির ৩০তম সাধারণ সভা কিশোরগঞ্জ বিএনপির সম্মেলন সভাপতির মনোনয়ন ৫০ হাজার সাধারণ সম্পাদক ৩০ হাজার টাকা ভৈরবে ৪৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান কটিয়াদীতে ভাঙা সেতুর কারনে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ ডাকসু-জাকসু নির্বাচনে শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিংকেও হার মানিয়েছে …….. মোনায়েম মুন্না খালেদা জিয়া সাড়ে ৬ বছর জেল খেটেছেন দলটা ধবংস করবেন না …… মোনায়েম মুন্না ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা আগামী ১৬ সেপ্টেম্বর

বাজিতপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এর যৌথ স্বাক্ষরে কমিটি ঘোষণা করা হয়।
১৩ সেপ্টেম্বর শনিবার নতুন অনুমোদনপত্র আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে ৪৮ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ৫৩ জনকে সদস্য করা হয়েছে।
এর আগে গত ২০ আগস্ট বাজিতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ মুজিবুর রহমান ইকবাল সভাপতি, মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক এবং মোস্তাফিজুর রহমান মামুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
পূর্ণাঙ্গ কমিটিতে মোস্তফা আমিনুল হককে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। সহ-সভাপতি পদে রয়েছেন, আবুল ফজল হোসেন, অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, অধ্যাপক ইন্দ্রজিৎ দাস, মহসিন মিয়া, আব্দুল করিম, আবু বক্কর সিদ্দিক ডালহৌসি, আলে মো. আলম, ছায়েদুর রহমান জাহাঙ্গীর, আনোয়ার হোসেন খাজা, মো. তাজুল ইসলাম, রুহুল আমিন বাবুল, ইকবাল হোসেন, মো. মহসিন মিয়া ও নূরুল ইসলাম।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন নিয়াজ মামনুন রহমান পুটন, মোহাম্মদ আলী ও জুবায়ের আহাম্মেদ চয়ন।
এছাড়া সম্পাদক পর্যায়ে দায়িত্বপ্রাপ্তরা হলেন, জিল্লুর রহমান (সাংগঠনিক), সাইফুর রহমান নিপু (কোষাধ্যক্ষ), মজতুবা আলী জাহাঙ্গীর (দপ্তর), শাহরিয়ার শামীম (প্রচার), কাজী নাজমুল হুদা রুবেল (মুক্তিযোদ্ধা), সাইফুল ইসলাম (সমাজসেবা), অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির (আইন), মোছা. সালমা বেগম (মহিলা), মীর হোসেন (তথ্য ও গবেষণা), মো. সামসুল ইসলাম (ধর্ম), ইঞ্জিনিয়ার জহিরুল (ক্রীড়া), ফাইজুল ইসলাম টিটু (কৃষি), শেখ রাফিদ রহমান (যুব), মোর্শেদ জামান সেলিম (ছাত্র), মীর মো. মাসুদ রানা (সমবায়), মো. ফিরোজ খান (শ্রম) এবং আবুল কাশেম (গ্রাম সরকার)।
সহ-সম্পাদক পদে রয়েছেন, আলমগীর কবির আলম, জহিরুল ইসলাম ফখরুল, আজিজুর রহমান ভূইয়া, মাঈনুল হক স্বাধীন, অ্যাডভোকেট খাইরুল ইসলাম, কাজী এমদাদুল হক কহিনূর, আব্দুল্লাহ আল মামুন, লিটন ভূইয়া, মাজহারুল ইসলাম ও আব্দুর রাশিদ। বাকি ৫৩ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।
বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির বলেন, নতুন-পুরাতনের পাশাপাশি সাবেক ছাত্র নেতাদের প্রাধান্য দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনের লড়াই-সংগ্রাম ও নির্বাচনে সম্মুখ যোদ্ধা হিসেবে এই কমিটির নেতাকর্মীরা রাজপথে থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *